পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এক ব্যবসায়ী সুজয় সাহা বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন, তার সল্টলেকের জিসি ব্লকের (GC-210) বাড়িতে কলকাতা গণেশ টকিজ এলাকার বাসিন্দা নিখিল আগরওয়াল নামে এক যুবক তার বাড়িতে চড়াও হয়। বাড়ির মধ্যে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে ও ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দেয়।
advertisement
আরও পড়ুন: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ব্যবসায়ীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেছে দেখা যায় এক যুবক বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করছে। এরপরই পুলিশ অভিযুক্ত কলকাতা গণেশ টকিজ এলাকা থেকে নিখিল আগারওয়াল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। কেন এই হামলা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবকের সঙ্গে ব্যবসায়ীর ছেলে পড়াশোনা। সেই সূত্রে যোগাযোগ ছিল দুজনের মধ্যে।
আরও পড়ুন: মাঝরাতে BJP নেতার বাড়িতে পোড়া গন্ধ, হঠাৎ জ্বলল দাউদাউ করে! যা ঘটল, অবিশ্বাস্য
শনিবার রাতে বিদেশে থাকা ব্যবসায়ীর ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অভিযুক্ত যুবকের কথোপকথন চলছিল। এরপরই অভিযুক্ত যুবক নিখিল আগরওয়ালের অভিযোগ ব্যবসায়ীর ছেলে তাকে অশালীন ভাষায় কোনো মন্তব্য করে। তার পরিপ্রেক্ষিতে রবিবার ভোররাতে নিখিল আগরওয়াল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। ধৃত নিখিল আগরওয়ালকে আজ বিধাননগর আদালতে তোলা হয়েছে।
—অনুপ চক্রবর্তী