রেড রোডে দুর্গাপুজোর শোভাযাত্রায় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জগমোহন ডালমালিয়ার কন্যা বৈশালি ডালমিয়াও ৷
বিসর্জনকে ঘিরে এমন অভিনব শোভাযাত্রা দেশের অন্যান্য রাজ্যগুলি তো বটেই, খোদ কলকাতাও কখনও দেখেনি ৷ শুক্রবার প্রতিমা বিসর্জনকে ঘিরে দারুণ এক মহাযজ্ঞের আয়োজন দেখল শহরবাসী ৷ রেড রোডে পুজোর এই শোভাযাত্রায় অংশ নিল শহরের ৩৫ থেকে ৪০টি বড় বারোয়ারি পুজো ৷ এই শোভাযাত্রায় আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দেশের বিভিন্ন শিল্পপতিরা ৷ ছিলেন টলিউডের শিল্পীরাও ৷
advertisement
বৃহস্পতিবার থেকেই এই শোভাযাত্রাকে ঘিরে ছিল নানা তৎপরতা ৷ রেড রোডের প্রস্তুতির পরিদর্শনে হাজির ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য ৷ ছিলেন দফতরের অন্যান্য আধিকারিকরাও ৷ শোভাযাত্রায় ছিল অটুট নিরাপত্তা ব্যবস্থা ৷ শোভাযাত্রায় ছিল মোট দেড় হাজার পুলিশ ৷ ছিল চারটি ক্যুইক রেসপন্স টিম , ৮টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ অ্যাসিসট্যান্স বুথ এবং ১০টি অ্যাম্বুলেন্স ৷ এছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৯ জন ডিসি ৷ শোভাযাত্রা লাইভ দেখার জন্য ময়দান চত্ত্বরের বিভিন্ন জায়গায় ছিল ৪টি জায়ান্ট স্ক্রিন ৷ ব্রিগেড, বঙ্গবাসী মাঠ, শহিদ মিনার, লেডিস গল্ফ ক্লাবে জায়ান্ট স্ক্রিন বসানো ছিল ৷ বেলা আড়াইটার পর থেকেই তাই রেড রোড শুক্রবার বন্ধ ছিল ৷ পুজো কমিটিগুলিকে পথ নির্দেশিকা দিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি এবং ট্র্যাফিক পুলিশও ৷