মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে কুণালের তীব্র তোপ,’ পুলিশ প্রথমে কিছু বলেনি। আপনাদের ইচ্ছা মতো বেড়াতে যাবেন নাকি নবান্নে? বিজেপি গুণ্ডা আর সিপিএমের ডিএ মঞ্চের ক্যাডাররা করল এই অভিযান। এর পর আবার বাংলা বনধ ডাকল। এখন আর জাস্টিস চাইছে না। এখন চেয়ার চাইছে। এটা একটা বড় প্লট, ষড়যন্ত্র। পুলিশ রক্তাক্ত হয়েও সংযম দেখিয়েছে। গায়ে আজ রক্ত মেখেছে পুলিশ। ৯৩ সালের ২১ জুলাই হত না যদি পুলিশ এমন সংযত থাকত।
advertisement
তৃণমূলের তরফে কুণাল ঘোষের সাফ কথা, “আগামিকাল, বুধবার, ২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না। বাংলা বনধ সাধারণ মানুষ ব্যর্থ করবে। শকুনেরা অরাজকতা করছে। এদের ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক অরাজকতা করছে ওরা। সুকান্ত মজুমদারের ডাকা বনধ ব্যর্থ করুন। এখন ওদের অবস্থা জাস্টিস নয়, চেয়ার চাই। প্ররোচনায় পা দেবেন না। শিয়ালদহতে পোস্টার ছিঁড়েছে। সোমবার ছাত্র সমাবেশের পোস্টার ছিঁড়েছে। আমাদের ছাত্র-ছাত্রীদের মেরেছে।”