বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর পরই বাবুল সুপ্রিয়, আজ, মঙ্গলবার সেখানে পৌঁছে যান । বালিগঞ্জ থেকে সদ্য নির্বাচিত বিধায়ক নির্বাচনের দিনের মতো সাদা পোশাক পরেই শপথ নিতে আসেন বাবুল৷ এদিনও বালিগঞ্জের নয়া বিধায়ক কার্যালয়ে সেই সাদা পোশাকেই দেখা যায় বাবুলকে। শপথ গ্রহণের পর বাবুল জানিয়েছিলেন, আসানসোলের সাংসদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়েই বালিগঞ্জে কাজ করবেন তিনি৷ তাঁর নতুন কার্যালয়ে ঢোকার মুখেই নজরে আসবে সুব্রত মুখোপাধ্যায়ের বিশাল ছবি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক ছবি ছাড়াও বাবুলের সঙ্গে দলের নেত্রীর ছবি সহ নানান ছবি দিয়ে সাজানো থাকবে বাবুলের নয়া কার্যালয়। এই কার্যালয়টি স্থানীয় জনপ্রতিনিধি সুদর্শনা মুখোপাধ্যায়ের ওয়ার্ড অফিস হিসেবেই পরিচিত ।
advertisement
নাগরিক পরিষেবার লক্ষ্যে তাঁকেও দেখা যায় এদিন বিধায়কের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। বাবুল সুপ্রিয়র উপস্থিতিতেই পুরসভার বিভিন্ন দফতরের কর্মী আধিকারিকরা পুরসভার এই ওয়ার্ড অফিসে হাজির হন। অফিসারদের সঙ্গে কথা বলে অফিসের সামান্য কিছু বদল চান বাবুল। কী কী বদল চাইছেন বাবুল? বাবুলের প্রিয় রং সাদা। তাই তিনি যে ঘরে বসবেন সেই ঘরের একটা অংশের দেওয়াল সাদা করার পাশাপাশি অন্যান্য সমস্ত বিষয় লিপিবদ্ধ করে খুব শীঘ্রই সেই কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয় সংশ্লিষ্ট পুর আধিকারিকদের তরফে।
আরও পড়ুন Arjun Singh: ফের বিস্ফোরক অর্জুন সিং! নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই ফাটালেন বোমা, যা বললেন বিজেপি সাংসদ
বাবুল জানান, আপাতত সপ্তাহে তিনদিন, সোম বুধ ও শুক্রবার বিকেলে তিনি এই নয়া কার্যালয়ে এসে তাঁর কেন্দ্রে নাগরিকদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শুনবেন। স্থানীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন । রবিবার সকালেও বেশ কিছুটা সময় বালিগঞ্জের এই বিধায়ক কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। "বালিগঞ্জ মানেই সুব্রত মুখোপাধ্যায়। তাই তাঁর পাড়াতেই তাঁর মূল অফিস তৈরি করা আমার প্রথম পছন্দ ছিল"। বললেন বাবুল সুপ্রিয়।