এই কোম্পানিতে কাজ করা কর্মীরা জানাচ্ছেন, বিগত ৮ মাস ধরে কোম্পানি বন্ধ ছিল। ৮ মাস ধরেই সংস্কারের কাজ চলছিল। অথচ এই ৮ মাস ধরেই পুরো মাইনে দেওয়া হত কর্মীদের। এই অগাস্ট মাসেই কম্পানি পরিদর্শন করতে আসতেন বিদেশি এক সংস্থা। সেই জন্যেই নতুন করে সংস্কারের কাজ চলছিল। এই অগাস্ট মাস থেকেই কর্মীরাও কাজে জয়েন করতে পারবে বলে জানানো হয়েছিল কম্পানি কর্তৃপক্ষের তরফ থেকে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আর কোনও আশা দেখছে না কর্মীরা।
advertisement
এবার মাইনে দেওয়া হবে কি না, সেই বিষয়েও সংশয় প্রকাশ করছেন তাঁরা। একটা বিশাল ক্ষতি হয়েগিয়েছে এর ফলে। সরু গলি, চারিদিকে বহুতল ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। প্রায় সন্ধে ৭ টা নাগাদ দমকলের এ ডি জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, কোনও হতাহতের সংখ্যা নেই তবে একজন দমকল কর্মী কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন , তাকে তড়িঘড়ি হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছিল। এসির মেকানিকরা যাঁরা গতকাল সকাল থেকে এসি ইন্সটল করছিলেন সেই প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছিলেন এসি ইন্সটল করার কাজ চলছিল, আরও নানান ইলেকট্রিকের কাজ হচ্ছিল হঠাৎ করেই আগুন লাগে। আগুন লেগেছে দেখেই তারা প্রাণভয়ে দৌড়াদৌড়ি করে বেরিয়ে আসেন।
ঘটনার পরের দিন রবিবার সকালে দমকল কর্মী ও পুলিশ পাহারা দিচ্ছে। যাতে করে কেউ ভেতরে ঢুকতে না পারে। আজ ফরেন্সিক টিম আসার কথা রয়েছে। ফরেন্সিক টিম এসে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করবে। সেই সমস্ত নমুনা ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। তারপরেই রিপোর্ট হাতে পেলে জানা যাবে ঠিক কী করণে আগুন লেগেছিল।