TRENDING:

Bakibur Raman Property: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও

Last Updated:

Bakibur Raman Property: দ্রুত গতিতে বাড়তে থাকে বাকিবুরের সম্পত্তির পরিমাণ। রাইস মিল থকে ভিন রাজ্যে হোটেল ব্যবসা শুরু করে বাকিবুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ব্যবসায়ী বাকিবুর রহমানের পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ ইতিমধ্যেই হাতে পেয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, বাকিবুর ও তাঁর আত্মীয়দের প্রায় ১০০ কোটির সম্পত্তির সন্ধান মিলেছে। এবার বাকিবুরের আরও কীর্তি ফাঁস। বাকিবুরের উত্থান ২০০৪ সালের মাঝামাঝি সময় থেকে। মহম্মদ সিরাজ নামে এক আত্মীয়ের হাত ধরে রাইস মিলের ব্যবসা। তারপরেই খাদ্য দফতরে একাধিক আধিকারির সঙ্গে পরিচয় হয় বাকিবুরের।
বাকিবুর রহমান (ছবি ফেসবুকের সৌজন্যে)
বাকিবুর রহমান (ছবি ফেসবুকের সৌজন্যে)
advertisement

দ্রুত গতিতে বাড়তে থাকে বাকিবুরের সম্পত্তির পরিমাণ। রাইস মিল থকে ভিন রাজ্যে হোটেল ব্যবসা শুরু করে বাকিবুর। ইডির দাবি, ২০১১ সালে খাদ্যমন্ত্রী হন জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রীর সান্নিধ্যেই রকেট গতিতে উত্থান বাকিবুরের। মন্ত্রীর ঘরে যেতে কোনও অনুমতিই লাগত না বাকিবুর রহমানের। বাকিবুরের কথাতেই একাধিক ফাইলে বিনা বাক্যব্যয়ে সই করতেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?

advertisement

বাকিবুরের উত্থান ২০০৪ সালের মাঝামাঝি সময় থেকে। মোহাম্মদ সিরাজ বলে তার এক আত্মীয়র হাত ধরে তার পরবর্তীতেই রাইস মিল তৈরি হয়। উত্তর ২৪ পরগনা জেলায় সিপিএমের কয়েকজন নেতার সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। তার পরবর্তী ক্ষেত্রেই রাইস মিল থেকে ফ্লাওয়ার মিল বিভিন্ন রকম তিনি কাজ শুরু করেন। তারপরেই খাদ্য দফতরে একাধিক আধিকারিকের সঙ্গে পরিচয় হয়, ঘনিষ্ঠতা বাড়ে। এরপর এই সম্পত্তি বৃদ্ধির পরিমাণ বাড়তে থাকে।

advertisement

আরও পড়ুন: কোন রঙের পোশাক দীপাবলিতে আপনার জন্য শুভ? জীবনে সাফল্য আনতে জানুন জ্যোতিষকথা

বিভিন্ন হোটেল থেকে শুরু করে রাইস মিল এমনকী ভিন রাজ্যে হোটেলে তৈরি করে ফেলে বাকিবুর। এরপরে ২০১১ সাল জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ার পরে একদমই ফিরে তাকাতে হয়নি পিছনের দিকে বাকিবুরকে। ইডির দাবি, খাদ্য ভবনে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল বাকিবুরের। জ্যোতিপ্রিয় মল্লিকও কয়েক বছরের মধ্যে তাকেই সবথেকে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ তৈরি করে ফেলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bakibur Raman Property: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল