TRENDING:

Bakibur Rahaman: বাকিবুরের স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে ধান বিক্রির সরকারি টাকা ! চার্জশিটে দাবি ইডির

Last Updated:

ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। চার্জশিট ইডির দাবি, দুই স্ত্রীকে কৃষক দেখিয়ে সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে টাকা তুলেছেন বাকিবুর রহমান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধান বিক্রি নিয়ে চাঞ্চল্যকর বয়ান বাকিবুর রহমানের স্ত্রী ও শ্যালকের। আর সেই বয়ানকে হাতিয়ার করেই চার্জশিটে বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে ইডি। ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। চার্জশিট ইডির দাবি, দুই স্ত্রীকে কৃষক দেখিয়ে সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে টাকা তুলেছেন বাকিবুর রহমান।
বাকিবুরের স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে ধান বিক্রির সরকারি টাকা
বাকিবুরের স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে ধান বিক্রির সরকারি টাকা
advertisement

চার্জশিটে উল্লেখ রয়েছে অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্টে এসেছিল চার কোটির বেশি টাকা।

এই টাকা কি ধান বিক্রি করে এসেছিল? ১১ অক্টোবর ২০২৩ সালে অনামিকার বয়ান রেকর্ডের সময় তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। সবটাই বাকিবুর জানতেন বলে ইডিকে বয়ান অনামিকার।

আরও পড়ুন-ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্যই ! জেলায় জেলায় চলছে শীতের স্পেল, জেনে নিন আবহাওয়ার আপডেট

advertisement

শুধু অনামিকা নন, তাই ভাই অভিষেক বিশ্বাস অর্থাৎ বাকিবুরের শ্যালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধান বিক্রি বাবদ সরকারি কোষাগার থেকে চার কোটি টাকার বেশি এসেছিল, চার্জশিটে উল্লেখ ইডির।

১২ অক্টোবর ২০২৩ ইডির কাছে দেওয়া বয়ানে অভিষেক জানিয়েছিলেন, তাঁর কোনও চাষের জমি নেই। তিনি কোনও দিন ধান বিক্রি করেননি। তাঁর আরও চাঞ্চল্যকর বয়ান ,সরকারি সংস্থা থেকে তাঁর অ্যাকাউন্টে যে টাকা এসেছিল, তার পুরো নিয়ন্ত্রণ ছিল বাকিবুরের হাতে।

advertisement

আরও পড়ুন– পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ! জেনে রাখা প্রয়োজন

এখানেই শেষ নয়। ইডির চার্জশিটে আয়কর দফতরের পক্ষ থেকে চলা অভিযানের কথাও উল্লেখ করে বাকিবুরের বিরুদ্ধে সরকারি তহবিল তছরুপের অভিযোগ ওঠে।

আয়কর দফতর বাকিবুরের এনপিজি রাইস মিলে হানা দিয়ে বেশ কিছু ডকুমেন্টস ও ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করেছিল। তার মধ্যে একটি সরকারি সংস্থা থেকে ধান বিক্রি বাবদ একটি হিসেবের মেমো পাওয়া যায়। তাতে দশজনের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রমাণ রয়েছে। এই দশজনের মধ্যেই রয়েছে হালিমা বেগম ও সোহেল রহমানের নাম। যারা বাকিবুরের স্ত্রী ও পুত্র।

advertisement

২৩ অক্টোবর ২০২৩ ইডির জেরায় বাকিবুর নিজে এদের পরিচয় স্পষ্ট করেছেন। এই ভাবেই সরকারি টাকা নিজের পরিজন, সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে নিয়েছিলেন বাকিবুর রহমান। এছাড়াও কালো টাকা সাদা করতে পরিবারের এই সদস্যদেরও ব্যবহার করা হয়েছিল বলে দাবি ইডির।

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bakibur Rahaman: বাকিবুরের স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে ধান বিক্রির সরকারি টাকা ! চার্জশিটে দাবি ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল