TRENDING:

দলের কিছু নেতা উইপোকার মতো ক্ষতি করছে! লক্ষ্মীর ইস্তফায় বিস্ফোরক বৈশালী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লক্ষ্মীরতন শুক্লার পাশে দাঁড়িয়ে দলের মধ্যেই নেতাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই জেলার কয়েকজন নেতা লক্ষ্মীরতনকে উপেক্ষা করছিলেন৷ যে কারণে অপমানিত হয়েই মন্ত্রিত্ব এবং দলের জেলা সভাপতি পদ থেকে লক্ষ্মী ইস্তফা দিয়েছেন বলেই দাবি বৈশালী ডালমিয়ার৷ তৃণমূল নেতৃত্বতে অস্বস্তিতে ফেলে তাঁর পরামর্শ, 'দলের ভিতরে উইপোকায় ভরে গিয়েছে৷ এখনই ব্যবস্থা না নিলে আরও লক্ষ্মীর মতো ভাল মানুষরা একই পথে হাঁটবেন৷'
advertisement

ক্ষোভের সুরে বৈশালী বলেন, 'দলের বিরুদ্ধে মুখ খুললেই বলা হচ্ছে বেইমান৷ আর যাঁরা দলের ভিতরে থেকেই উইপোকার মতো দলের ক্ষতি করছেন, তারা বেইমানি করছেন না? ওষুধ দিয়ে এই উইপোকাদের না তাড়ালে আরও ভুগতে হবে৷' বৈশালীর দাবি, দলের মধ্যে কাজ করতে পারছেন না এবং অপমানিত হতে হচ্ছে বলে অনেক বার তাঁর কাছেই আক্ষেপ করেছেন লক্ষ্মী৷ ফলে লক্ষ্মীর সিদ্ধান্তে তিনি অবাক নন বলেই জানিয়েছেন বৈশালী৷ যদিও হাওড়া শহরে দলের চেয়ারপার্সন এবং মন্ত্রী অরূপ রায়কে দায়ী করতে রাজি হননি বৈশালী৷ নাম না বললেও তাঁর অভিযোগ, হাওড়ার কয়েক জন ব্লক সভাপতি, কাউন্সিলর স্তরের নেতা লক্ষ্মীকে নিয়মিত অপমান করেছেন৷ কেন এই নেতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিল না, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বালির তৃণমূল বিধায়ক৷

advertisement

এ দিনই আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী৷ প্রাক্তন ক্রিকেটারের এই আচমকা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য লক্ষ্মীর ইস্তফার মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই বলে দাবি করেছেন৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'এ দিনই আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী৷ প্রাক্তন ক্রিকেটারের এই আচমকা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে৷ '

advertisement

তবে লক্ষ্মীরতন বিজেপি-তে যাচ্ছেন কি না, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই বলেই দাবি বৈশালীর৷ তিনি নিজেও তৃণমূলেই আছেন বলে দাবি করেছেন বালির বিধায়ক৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Eron Roy Burman

বাংলা খবর/ খবর/কলকাতা/
দলের কিছু নেতা উইপোকার মতো ক্ষতি করছে! লক্ষ্মীর ইস্তফায় বিস্ফোরক বৈশালী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল