২০১৭ সালের নভেম্বর মাসেই স্ত্রী তথা তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শোভন। তারপর থেকেই চলছে আইনি লড়াই। এর মাঝে কখনও শোভন, কখনও রত্নাকে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গিয়েছে। মুখ খুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও।
আরও পড়ুন: ক্যামেরা দেখে অবশেষে মিলল হদিশ! বন্দে ভারতে পাথর ছোড়ায় ধৃত ৩
advertisement
শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ মামলারই শুনানি ছিল শুক্রবার। মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির হয়েছিলেন শোভন। ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও। রত্না চট্টোপাধ্য়ায়ও এদিন উপস্থিত ছিলেন আদালতে।
শুক্রবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বৈশাখীর। এদিন তিনি শোভন চট্টোপাধ্য়ায়ের হয়ে আদালতে সাক্ষ্য দেন। সূত্রের খবর, সেই সাক্ষ্য দেওয়ার সময় বিস্ফোরক কিছু তথ্য জমা দেন বৈশাখী। তার মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের পাঠানো কিছু হোয়াটস অ্যাপ মেসেজ, কিছু সাক্ষাৎকার, সিডি আকারে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্য আসলে লোকসভা, ফেব্রুয়ারিতেই বড় পরিকল্পনা বিজেপির! বঙ্গে রথযাত্রা
বৈশাখী জানিয়েছেন, আদালতে তাঁর বয়ান দেওয়া নিয়ে অবশ্য আপত্তি জানানো হয়েছিল রত্না চট্টোপাধ্য়ায়ের তরফে। তবে আদালত রত্নার সেই আর্জি মঞ্জুর করেনি। পরিবর্তে বৈশাখীর বয়ান নথিভুক্ত করা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি, অর্থাৎ, শোভন-রত্না বিবাহবিচ্ছেদ মামলার পরবর্তী শুনানিতেও আদালতে সাক্ষ্য দিতে যাবেন বলে জানিয়েছেন বৈশাখী।
এই প্রথম নয়, রত্না চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন বৈশাখী। তবে আইনি বয়ান এই প্রথম।