TRENDING:

Baishakhi Banerjee on Narada Scam: 'আজ থেকে মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত', শোভনের 'সঙ্গেই' আছেন বৈশাখী!

Last Updated:

বিজেপিতেও বৈশাখীকে (Baishakhi Banerjee) নিয়ে শোভনের (Sovan Chatterjee) জার্নি সুখকর হয়নি। আর শেষমেশ সোমবার, নারদকাণ্ডে তৃণমূলের ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করল সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূলে থাকতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছের কানন, সেই শোভন চট্টোপাধ্যায়ই (Sovan Chatterjee) একদিন 'দিদি'র ছত্রছায়া ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। কানাঘুষো, কারণ ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। কিন্তু বিজেপিতেও বৈশাখীকে নিয়ে শোভনের জার্নি সুখকর হয়নি। আর শেষমেশ সোমবার, নারদকাণ্ডে তৃণমূলের ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করল সিবিআই। আর তারপরই দলের তিন নেতার পাশাপাশি শোভনের পাশে গিয়েও দাঁড়ালেন মমতা। যা দেখে বৈশাখীর উপলব্ধি, 'শোভনের পাশে যেভাবে মুখ্যমন্ত্রী এসে দাঁড়ালেন, ওনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত।'
advertisement

তাৎপর্যপূর্ণভাবে, এদিন শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই নিজাম প্যালেসে হাজির হন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। বৈশাখীর সঙ্গে শোভনের 'ঘনিষ্ঠতা' যত বেড়েছে, দূরত্ব বেড়েছে রত্নার সঙ্গে। দিন কয়েক আগেও শোভন-বৈশাখী বনাম রত্না সংঘাতে সরগরম থাকত সংবাদমাধ্যম। সেই রত্না আজ নিজাম প্যালেসে পৌঁছে বলেন, 'শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির লোক হিসেবে এসেছি। দেখি ওরা কী বলে...' রত্নার আগমনের পরই খোঁজ শুরু হয়, বৈশাখী কোথায়?

advertisement

দুপুর নাগাদ বৈশাখীকে ফোনে ধরা হলে তিনি বলেন, 'নিজাম প্যালেসে আছি। একদিকে গণতন্ত্রের চরম অপমান করল বিজেপি। অপরদিকে, যেভাবে মুখ্যমন্ত্রী এসে সবার পাশে দাঁড়িয়েছেন, তা একটা নিদর্শন। এ রাজ্যের কারও উপর আক্রমণ নেমে এলে যে তিনিই এগিয়ে আসবেন, তা স্পষ্ট হয়ে গেল। গোটা দেশের কাছে বিজেপি নগ্নভাবে প্রকাশ করে দিল, দুটো তোতাপাখি বসিয়ে রেখেছে।' বস্তুত এদিন বৈশাখী কথা শুধুই মমতা-ময়। তৃণমূল নেত্রী কোনও আন্দোলনের ডাক দিলে যাবেন? বৈশাখীর উত্তর, 'উনি বললে নবান্নে ওনার চটিও রেখে আসতে পারি। শোভনের পাশে যেভাবে উনি এসে দাঁড়ালেন, ওনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত।'

advertisement

তৃণমূল নেতাদের পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছে সিবিআই। এটা কি বিজেপির প্রতিহিংসা? বৈশাখীর জবাব, 'নন্দীগ্রামে কারও (পড়ুন, শুভেন্দু অধিকারী) জয় নিয়ে শোভন বাবু যখন প্রশ্ন তুলেছিলেন বা আমরা যখন বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলাম, তখনই বুঝেছিলাম এবার খাঁড়া নেমে আসতে পারে। এখন অবশ্য তা নিয়ে ভাবছি না। মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন, শক্তি পাচ্ছি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একইসঙ্গে করোনা পরিস্থিতির মধ্যে এই ধরনের প্রতিহিংসার জন্য বাংলার মানুষের কোনও ক্ষতি হলে বিজেপিকেই দায় নিতে হবে বলে দাবি করেছেন বৈশাখী। তাঁর কথায়, 'যে সময় এটা করা হল, পুর প্রশাসককে এনে গ্রেফতার করল। করোনায় এরপর যে'কটা মৃত্যু হবে, তার দায় বিজেপিকেই নিতে হবে।'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baishakhi Banerjee on Narada Scam: 'আজ থেকে মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত', শোভনের 'সঙ্গেই' আছেন বৈশাখী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল