TRENDING:

'বৈশাখীকে পেলে কষিয়ে থাপ্পড় মারব', বিস্ফোরক শোভন-জায়া রত্না!

Last Updated:

বৈশাখীকে একহাত নিয়ে তিনি বলেন, 'শোভনকে ফাঁসাচ্ছেন বৈশাখী৷ ওঁর সর্বনাশের জন্য বৈশাখীই দায়ী৷ আমার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন্ত্রিত্বে ইস্তফা মঙ্গলেই গৃহীত হয়েছে৷ এ বার জল্পনা বাড়ছে মেয়র পদ নিয়ে৷ ইতিমধ্যেই মেয়র পদেও ইস্তফা দিয়ে দিয়েছেন৷ এহেন শোভন চট্টোপাধ্যায়ের জীবন ওলটপালটের পিছনে যে সম্পর্কের কথা উঠে আসছে, তা হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ও তার আরও নানা দিক৷
advertisement

মুখ্যমন্ত্রীর প্রিয় 'কানন'-এর এই পরিণতির জন্য সরাসরি বৈশাখীকেই কাঠগড়ায় তুলছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়৷ News18Bangla-কে দেওয়া এক্সক্ল‌ুসিভ সাক্ষাত্‍‌কারে ক্ষুব্ধ ও মর্মাহত রত্না বলেই ফেললেন, 'বৈশাখীকে পেলে থাপ্পড় মারব৷ বৈশাখী নিজের পরিবারে মন দিন৷ শোভনবাবুকে বলছি, বাড়ি ফিরে এস৷'

advertisement

কেন এমন হল? রত্নার কথায়, 'এক লহমায় মাটিতে পড়লেন শোভন৷ অত্যন্ত ভালো মানুষ ছিলেন৷ রাজনীতি পাগল ছিলেন৷ দেড় বছরে সব কিছু ওলটপালট হয়ে গেল৷ সন্তানদেরও ভুলে গেলেন৷ বৈশাখী ও তাঁর পরিবারই এর জন্য দায়ী৷ ২২ বছরের সম্পর্ক ভেঙে দিলেন৷ লন্ডনে থাকতেই ডিভোর্স নোটিশ পাই৷ ফিরে এসে যোগাযোগের চেষ্টা করি৷ পুলিশ দিয়ে আমাকে আটকানো হয়৷ মেয়ের জন্য শোভনের কাছে যাই৷ রাতভর ধর্না দিয়েছি শোভনের ফ্ল্যাটে৷ হঠাত্‍‌ শোভন চলে গেলেন৷ সন্তানরা মন থেকে মেনে নিতে পারেনি৷ ওদের কাউন্সেলিং করাতে হয়৷'

advertisement

Photo Collected

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

এরপরই বৈশাখীকে একহাত নিয়ে তিনি বলেন, 'শোভনকে ফাঁসাচ্ছেন বৈশাখী৷ ওঁর সর্বনাশের জন্য বৈশাখীই দায়ী৷ আমার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে৷' এখন শোভনবাবুকে কী বলবেন আপনি? রত্নার উত্তর, 'শোভনবাবুকে বলছি, বাড়ি ফিরে এস৷ ছেলেমেয়েদের কাছে ফিরে এস৷ ভুল হতেই পারে৷ শুধরে নিন৷ আমরা সবাই তাঁকে সাহায্য করব৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বৈশাখীকে পেলে কষিয়ে থাপ্পড় মারব', বিস্ফোরক শোভন-জায়া রত্না!