TRENDING:

'বৈশাখীকে পেলে কষিয়ে থাপ্পড় মারব', বিস্ফোরক শোভন-জায়া রত্না!

Last Updated:

বৈশাখীকে একহাত নিয়ে তিনি বলেন, 'শোভনকে ফাঁসাচ্ছেন বৈশাখী৷ ওঁর সর্বনাশের জন্য বৈশাখীই দায়ী৷ আমার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন্ত্রিত্বে ইস্তফা মঙ্গলেই গৃহীত হয়েছে৷ এ বার জল্পনা বাড়ছে মেয়র পদ নিয়ে৷ ইতিমধ্যেই মেয়র পদেও ইস্তফা দিয়ে দিয়েছেন৷ এহেন শোভন চট্টোপাধ্যায়ের জীবন ওলটপালটের পিছনে যে সম্পর্কের কথা উঠে আসছে, তা হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ও তার আরও নানা দিক৷
advertisement

মুখ্যমন্ত্রীর প্রিয় 'কানন'-এর এই পরিণতির জন্য সরাসরি বৈশাখীকেই কাঠগড়ায় তুলছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়৷ News18Bangla-কে দেওয়া এক্সক্ল‌ুসিভ সাক্ষাত্‍‌কারে ক্ষুব্ধ ও মর্মাহত রত্না বলেই ফেললেন, 'বৈশাখীকে পেলে থাপ্পড় মারব৷ বৈশাখী নিজের পরিবারে মন দিন৷ শোভনবাবুকে বলছি, বাড়ি ফিরে এস৷'

advertisement

কেন এমন হল? রত্নার কথায়, 'এক লহমায় মাটিতে পড়লেন শোভন৷ অত্যন্ত ভালো মানুষ ছিলেন৷ রাজনীতি পাগল ছিলেন৷ দেড় বছরে সব কিছু ওলটপালট হয়ে গেল৷ সন্তানদেরও ভুলে গেলেন৷ বৈশাখী ও তাঁর পরিবারই এর জন্য দায়ী৷ ২২ বছরের সম্পর্ক ভেঙে দিলেন৷ লন্ডনে থাকতেই ডিভোর্স নোটিশ পাই৷ ফিরে এসে যোগাযোগের চেষ্টা করি৷ পুলিশ দিয়ে আমাকে আটকানো হয়৷ মেয়ের জন্য শোভনের কাছে যাই৷ রাতভর ধর্না দিয়েছি শোভনের ফ্ল্যাটে৷ হঠাত্‍‌ শোভন চলে গেলেন৷ সন্তানরা মন থেকে মেনে নিতে পারেনি৷ ওদের কাউন্সেলিং করাতে হয়৷'

advertisement

Photo Collected

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই বৈশাখীকে একহাত নিয়ে তিনি বলেন, 'শোভনকে ফাঁসাচ্ছেন বৈশাখী৷ ওঁর সর্বনাশের জন্য বৈশাখীই দায়ী৷ আমার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে৷' এখন শোভনবাবুকে কী বলবেন আপনি? রত্নার উত্তর, 'শোভনবাবুকে বলছি, বাড়ি ফিরে এস৷ ছেলেমেয়েদের কাছে ফিরে এস৷ ভুল হতেই পারে৷ শুধরে নিন৷ আমরা সবাই তাঁকে সাহায্য করব৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বৈশাখীকে পেলে কষিয়ে থাপ্পড় মারব', বিস্ফোরক শোভন-জায়া রত্না!