হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব বাদাম কাকু। যে বাদাম কাকু একটা সময় সোশ্যাল মিডিয়ায় প্রবল হিট হয়েছিলেন, সেই তাঁকেই প্রায় এখন দেখাই যায় না। কারণটা কী!
আরও পড়ুন- গোপাল, বিকাশ এবং আরমান, বিভিন্ন নামের আড়ালে কি একজনই? ধন্দে গোয়েন্দারা
কলকাতার এক অনুষ্ঠানে এসে বিস্ফোরক অভিযোগ করলেন বাদাম কাকু। জানালেন, কোনও এক ব্যক্তি তাঁর কাঁচা বাদাম গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে। ফলে এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ‘বাদাম’ শব্দটা ব্যবহারই করতে পারছেন না। এই শব্দ ব্যবহার করলেই এখন তিনি সমস্যায় পড়ছেন।
advertisement
বাদাম কাকু কলকাতার এক সংবাদমাধ্যমকে বলেছেন, এক ব্যক্তি কাঁচা বাদাম শব্দের কপিরাইট নিয়েছে। ফলে এখন ওই শব্দ ব্যবহার করলেই গান সরিয়ে দেওয়া হচ্ছে। বীরভূমের একটি সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি।
তাঁর গানের কপিরাইট কিনে নিয়েছে আরেকজন। ফলে এখন আর ভয়ে তিনি নিজের জনপ্রিয় গানটাই আর গাইতে পারছেন না। কাঁচা বাদাম গান গেয়েই তিনি হিট। এদিকে এখন তিনি নিজের গানটাই গাইতে পারছেন না! সেই গান গাইলেই বন্ধ করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- দেশে-বিদেশে মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বাদাম কাকু। ভুবন বাদ্যকর জানিয়েছেন, এখন তাঁর হাতে তেমন আর কাজ নেই। ফলে তাঁর এখন আগের মতোই আর্থিক সংকটে দিন কাটছে।