অভিযোগ, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পঞ্চম তলার বাথরুমের কল ভেঙে বিপত্তির শুরু। পাইপ থেকে জল বেরিয়ে গোটা ওয়ার্ড হয়ে পড়েছে জলময়। এমনকি সেই দুর্গন্ধ যুক্ত নোংরা জল এসে পৌছায় চতুর্থ তলেও। পঞ্চম তলা ফিমেল মেডিক্যাল ও চতুর্থ তলা মেল সার্জিকেল জলমগ্ন। আতঙ্কে রোগী ও তাদের পরিবারের লোকেরা ।হাসপাতালের কর্মীরা গিয়ে জলের লাইন বন্ধ করেন। এখন জল পরিষ্কারের কাজ চলছে ।
advertisement
রোগীর আত্মীয় ইয়াসমিনা খাতুন জানান , বাথরুমের কল ভেঙেই এমন ঘটনা ঘটেছে। গোটা ওয়ার্ড দুর্গন্ধ যুক্ত নোংরা জলে ভরে গিয়েছে। এতো দুর্গন্ধ যে অসুস্থ রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি হাঁটাচলা করতেও অনেক সমস্যা হচ্ছে।” আর এক রোগীর আত্মীয় মির রাজ জানা, ” বাথরুমের কল ভেঙে গোটা ওয়ার্ড জলে ভরে গিয়েছে। এমনকি পাঁচতলা থেকে জল নীচের তলাতেও চলে গিয়েছে। ফিমেল ও মেল দুই ওয়ার্ডই জলে ভরে গিয়েছে। এই নোংরা জলের যা দুর্গন্ধ তাতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। নিজেদের বিছানা ছেড়ে নীচে নেমে হাঁটাচলা করতে পারছেনা রোগীরা।”
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সরা জানিয়েছেন , “আমরা এসে দেখলাম পঞ্চম তলার ফিমেল মেডিক্যাল ওয়ার্ডের বাথরুমের কল ভেঙে জল বেরোচ্ছে । আমরা সঙ্গে সঙ্গে সেটা হাসপাতালে জানাই । খুব শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে। ” হাসপাতালের সাফাই কর্মী শম্ভু মাল বলেন , “পঞ্চম তলার বাথরুমের কল ভেঙে পঞ্চম ও চতুর্থ তলা রীতিমতো জলে ভাসছে। দুর্গন্ধ যুক্ত নোংরা জল দুটো ওয়ার্ডে ছড়িয়ে গেছে । দিদিরা ওষুধ , ইনজেকশন দিতে পারছেন না। দিদিরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন । কিন্তু আমি একাই ডিউটিতে থাকায় দুটো ওয়ার্ডের হাঁটু অব্দি জল সামাল দিতে হিমশিম খাচ্ছি।” পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন CMOH হিমাদ্রী আড়ি, তাঁর তত্ত্ববধানে পরিস্থিতি স্বাভাবিক হয়।