আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন। ফলে ওই আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্য দিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রও বিধায়কশূন্য অবস্থায় রয়েছে৷ বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সময় বাবুল বলেছিলেন, ''তিনি প্রথম এগারোয় খেলতে চান। কিন্তু বিজেপি-তে তা করা যাচ্ছে না।'' এরপর থেকেই জল্পনা ছিল, বাবুলকে তবে কি রাজ্য মন্ত্রিসভায় আনতে চলেছে তৃণমূল? অবশেষে সেই সম্ভাবনাই জোরাল হল।
advertisement
আসানসোল লোকসভা কেন্দ্রে ফের বাবুল সুপ্রিয়ই তৃণমূল প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল৷ পাশাপাশি, বিধানসভা নির্বাচন এবং তার পরে উপনির্বাচন, পুরভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পর আসানসোল লোকসভা কেন্দ্র বিজেপি ধরে রাখতে পারে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলের কৌতূহল তুঙ্গে৷ এই পরিস্থিতিতে আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে বড় চমক দিল তৃণমূল। অপরদিকে, বাবুলকেও যে এবার গুরুদায়িত্ব দেওয়া হবে, তাও স্পষ্ট।
আরও পড়ুন: একের পর এক ঘূর্ণিঝড়, দুর্যোগে রেকর্ড মৃত্যু, কলকাতার মহাবিপদ! আর কত সময় হাতে?
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তীসগড়, বিহার এবং মহারাষ্ট্রের তিনটি বিধানসভা কেন্দ্রে ওই একই দিনে উপনির্বাচন হবে৷ আগামী ১৭ মার্চ এই সব উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৪ মার্চ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ৷