এদিন বিধানসভার স্পিকারের ক্ষোভের মুখে পড়েন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ সূত্রের খবর, এদিন তাঁর দফতরের প্রশ্নোত্তর পর্ব ছিল৷ কিন্তু, তা সত্ত্বেও নির্ধারিত সময়ের পরে তিনি অধিবেশন কক্ষে পৌঁছন বলে জানা গিয়েছে৷ আর তাতেই নাকি ক্ষুব্ধ হয়েছেন স্পিকার৷ পাশাপাশি, একই সঙ্গে দেরিতে আসা নিয়ে সতর্ক করা হয়েছে শাসকদলের বিধায়ক কল্লোল খাঁ-কে৷ এদিন কল্লোলবাবুই ছিলেন প্রশ্নকর্তা৷
advertisement
আরও পড়ুন: বাড়িঘর না দেশলাই বাক্স! তাসের ঘরের মতো কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরবাড়ি
আরও পড়ুন: জলে মেশান এই জিনিস, তারপরে ছিটিয়ে দিন বাড়ির মূল দরজায়, হাতেনাতেই মিলবে ফল
জানা গিয়েছে, এদিন বিধানসভায় বিধায়কদের উপস্থিতির হার নগন্য। তবে, তার মধ্যে শাসকদলের বিধায়কদের উপস্থিতির হার ছিল কম। এমনকি, উপস্থিত ছিলেন না সিনিয়র মন্ত্রীদের অনেকেই। প্রসঙ্গত, বিধানসভার উপস্থিতি নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।