TRENDING:

Babul Supriyo will not campaign in Bhabanipur: প্রশংসা করলেও প্রচার নয়, ভবানীপুরে প্রিয়াঙ্কার অনুরোধ ফেরালেন বাবুল

Last Updated:

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি৷ দলীয় সূত্রে খবর, এ দিন বাবুলের সঙ্গে ফোনে কথা হয় প্রিয়াঙ্কার ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন৷ শুধু সাংসদ হিসেবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন৷ এ হেন বাবুল সুপ্রিয়র নাম ভবানীপুরের উপনির্বাচনের জন্য বিজেপি-র তারকা প্রচারকদের তালিকায় দেখে চমকে উঠেছিলেন অনেকেই৷ বাবুল অবশ্য স্পষ্ট করে দিলেন, ভবানীপুরে বিজেপি-র হয়ে প্রচার করবেন না তিনি৷
advertisement

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি৷ দলীয় সূত্রে খবর, প্রার্থী হওয়ার পর বাবুলের সঙ্গে ফোনে কথা হয় প্রিয়াঙ্কার৷ ভবানীপুরের বিজেপি-কে প্রার্থীকে উপনির্বাচনের জন্য শুভেচ্ছাও জানান আসানসোলের সাংসদ৷ সূত্রের খবর, ফোনে কথোপকথনের মাঝেই বাবুলকে তাঁর হয়ে ভবানীপুরে প্রচারে আসার জন্য অনুরোধ করেন প্রিয়াঙ্কা৷ কিন্তু বাবুল স্পষ্ট জানিয়ে দেন, যেহেতু তিনি কোনও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না, তাই ভবানীপুরে প্রচারে থাকতে পারবেন না৷

advertisement

একসময়ে বাবুল সুপ্রিয়র আইনি উপদেষ্টা ছিলেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা৷ ব্যক্তিগত পরিচয়ের সূত্রেও বাবুলকে ভবানীপুরে প্রচারে আসতে অনুরোধ করেন তিনি৷ যদিও সেই অনুরোধও ফিরিয়ে দেন আসানসোলের সাংসদ৷

বাবুলের ঘনিষ্ঠ মহলের দাবি, আসানসোলের সাংসদের অনুমতি না নিয়েই তাঁর নাম তারকা প্রচারকদের তালিকায় ছাপিয়ে দেওয়া হয়েছিল৷ তা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভও প্রকাশ করেন বাবুল৷ প্রসঙ্গত, ভবানীপুরের জন্য বিজেপি-র তারকা প্রচারকদের তালিকায় আট নম্বরে ছিল বাবুল সুপ্রিয়র নাম৷

advertisement

তবে প্রিয়াঙ্কার নাম ভবানীপুরের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরই তাঁর প্রশংসা করে ট্যুইটও করেন বাবুল সুপ্রিয়৷ আসানসোলের সাংসদ দাবি করেন, প্রিয়াঙ্কার দৃঢ় মানসিকতা দেখে তিনিই তাঁকে বিজেপি-তে যোগ দেওয়ার জন্য জোর করেছিলেন৷ তাই প্রিয়াঙ্কা ভবানীপুরের মতো কেন্দ্রে প্রার্থী হওয়ায় তিনি খুশি৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়েও পরাজিত হন বাবুল সুপ্রিয়৷ এর পর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও বাদ পড়েন৷ তার কয়েক দিনের মধ্যেই সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেন আসানসোলের সাংসদ৷ সিদ্ধান্ত বদলের জন্য বাবুলকে বুঝিয়েছিলেন অমিত শাহ সহ দলের শীর্ষ নেতারাও৷ কিন্তু তার পরেও নিজের সিদ্ধান্তেই অনড় থেকে যান বাবুল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo will not campaign in Bhabanipur: প্রশংসা করলেও প্রচার নয়, ভবানীপুরে প্রিয়াঙ্কার অনুরোধ ফেরালেন বাবুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল