খবর মিলেছে, রবিবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন বাবুল সুপ্রিয়৷ সঙ্গে ঘাম হচ্ছিল তাঁর৷ তাই দেরি না করে সোমবার তিনি সরাসরি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়৷ ভর্তি হওয়ার পর খবর পাওয়া যায়, বাবুলের ইসিজি করানো হয়েছে৷ সেখানে ধরা পড়ে, বুকে সামান্য সমস্যা রয়েছে, তা দ্রুত ঠিকও হয়ে যাবে৷ তখনই খবর মেলে, তাঁকে আজকেই ছেড়ে দেওয়া হতে পারে৷
advertisement
আরও পড়ুন: মমতার কবিতা পাঠ করলেন শুভেন্দু! নামেই 'সম্মান', কবির নামও নিলেন না বিরোধী দলনেতা
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
এ দিকে বাবুলের শারীরিক অবস্থার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছয়৷ বিধানসভা থেকেই বাবুলের খোঁজ মমতা নেন৷ ওদিকে হাসপাতালের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা প্রাথমিক ভাবে বলা হয়, ‘বুকে ব্যথা এবং শরীরে অস্বস্তি নিয়ে এ দিন হাসপাতালে আসেন রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী বাবুল। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।’
বাবুলের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট এর পর থেকে আসতে থাকে৷ তাঁর ইকো-কার্ডিওগ্রাফি ঠিক থাকলেও এক্সরে-তে একাধিক সমস্যা ধরা পড়ে৷ তার পর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, সেখানে সামান্য সমস্যা ধরা পড়ে৷ তবে সমস্যা ওষুধেই সেরে যাবে বলে জানানো হয়৷ সেই কারণেই বাবুলকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়৷