TRENDING:

মহুয়া মৈত্রের অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়কে হাজিরার নোটিস পুলিশের

Last Updated:

বিধায়কের অভিযোগের ভিত্তিতে আলিপুর থানা নোটিস পাঠাল বাবুল সুপ্রিয়কে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেসরকারি টিভি চ্যানেলের ‘লাইভ’ শো-তে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের উদ্দেশ্যে ‘কটূক্তি’ করে এবার বেকায়দায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বিধায়কের অভিযোগের ভিত্তিতে আলিপুর থানা নোটিস পাঠাল বাবুল সুপ্রিয়কে ৷ লাইভ শো-তে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতেই এখন অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী ৷
advertisement

তাঁর সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আলিপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। চলতি মাসের ৩ তারিখ একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘লাইভ’ বিতর্কে অংশ নিয়েছিলেন বাবুল ও মহুয়া। মহুয়ার অভিযোগ, বিতর্ক চলাকালীন তাঁর উদ্দেশে কটূক্তি’ করেন বাবুল। পুলিশ জানিয়েছে, বুধবার এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন মহুয়া। অভিযোগের ভিত্তিতে মহুয়ার গোপন জবানবন্দিও নিয়েছেন ম্যাজিস্ট্রেট। বাবুলের বিরুদ্ধে ৫০৯ ধারায় (মহিলার উদ্দেশে অশালীন শব্দ ব্যবহার বা অঙ্গভঙ্গি) মামলা রুজু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাবুলের ঠিক কোন মন্তব্যের ভিত্তিতে এবার মানহানির মামলা করতে চলেছেন মহুয়া মৈত্র ? সেটাও জানিয়েছেন তৃণমূল বিধায়ক ৷ শো চলাকালীন বাবুল মন্তব্য করেন , ‘‘মহুয়া তুমি কি মহুয়া খেয়ে আছো ?’’ যার সঙ্গে সেভাবে কোনও ঘনিষ্ঠতা নেই তাঁর ৷ একটা নিউজ চ্যানেলের অনুষ্ঠানে এসে কীভাবে এই কটূক্তি করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী ? এমনটাই বক্তব্য মহুয়ার ৷ তিনি যে এর শেষ দেখে ছাড়বেন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল বিধায়ক ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মহুয়া মৈত্রের অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়কে হাজিরার নোটিস পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল