TRENDING:

Babul Supriyo Facebook Post: 'রুচি অনুযায়ী ভাষা', 'শ্রীমান' দিলীপ ঘোষকে খোঁচা বাবুলের! ভোরে ভবিষ্যৎ ঘোষণা

Last Updated:

Babul Supriyo Facebook Post: বিধানসভা নির্বাচনে হার এবং তার উপরে মন্ত্রিত্ব হারানোর ধাক্কা আর সামলাতে পারেননি সেলিব্রিটি গায়ক থেকে রাজনীতিক হওয়া বাবুল সুপ্রিয়৷ গতকাল থেকে নিজের একের পর এক ফেসবুক পোস্টেও বাবুল স্পষ্ট করে দিয়েছেন, মন্ত্রিত্ব হারানোর ধাক্কা তাঁর রাজনীতি ত্যাগের অন্যতম কারণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেন হঠাৎ রাজনীতিতে মোহভঙ্গ হল বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)? বিজেপি-র অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নানা কারণেই অনেকদিন ধরে মনে ক্ষোভ জমছিল বাবুলের৷ বিধানসভা নির্বাচনে হার এবং তার উপরে মন্ত্রিত্ব হারানোর ধাক্কা আর সামলাতে পারেননি সেলিব্রিটি গায়ক থেকে রাজনীতিক হওয়া বাবুল সুপ্রিয়৷ গতকাল থেকে নিজের একের পর এক ফেসবুক পোস্টেও বাবুল স্পষ্ট করে দিয়েছেন, মন্ত্রিত্ব হারানোর ধাক্কা তাঁর রাজনীতি ত্যাগের অন্যতম কারণ৷ আর সেই সূত্রেই দিলীপ ঘোষের সঙ্গে আরও একবার তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসে গেল। বাবুলের শনিবারের পোস্ট ঘিরে দিলীপ ঘোষের কটাক্ষ, 'কে কোথায় যাবেন, কোন দলে যাবেন, রাজনীতি করবেন কি করবেন না, তা নিয়ে আমি কী বলব!' আর সেই সূত্রেই রবিবার ভোরে ফের ফেসবুকে সরব হয়েছেন বাবুল। সেখানে দিলীপ ঘোষের নামও যেমন রয়েছে 'শ্রীমান' অভিধায়, তেমনি আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেও।
advertisement

এদিন বাবুল লিখেছেন, 'এই ধরণের ‘ব্যক্তিত্ব' বা মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !! নিচে দুটো টাটকা উদাহরণ দিলাম... প্রথম উক্তিটির 'সৌজন্য' শ্রী কুনাল ঘোষ আর দ্বিতীয়টির, শ্রীমান দিলীপ ঘোষ।'

বাবুলের ফেসবুক পোস্ট প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, 'লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেসবুকে নাটক। রাজনীতি ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলেতে জলের ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্রর আত্মহত্যার হুমকির মত। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।' বাবুলের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এও বলেন, বাবুল সার্কাস পার্টির সদস্য। ওদের কেউ কেউ ভোটের আগে সার্কাস দেখিয়েছেন। কেউ ভোটের পরে। নতুন সংযোজন বাবুল সুপ্রিয়।' এদিকে আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের ব্যাপারে যিনি অন্তরায় হয়ে দাঁড়িয়ে ছিলেন সেই বাবুল সুপ্রিয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসানসোলের জন্য ভালো খবর নয় বলে মন্তব্য করেন জিতেন্দ্র তিওয়ারি। রাজনীতিতে বাবুল সুপ্রিয়র মত মানুষদের থাকা প্রয়োজন বলে মত জিতেন্দ্রর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিসেম্বরের ছুটিতে অঢেল পর্যটক হাজারদুয়ারিতে! দু'দিনে বিক্রি লক্ষ লক্ষ টাকার টিকিট
আরও দেখুন

কিন্তু বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা কিছুতেই থামছে না। বাবুল লিখেছেন, 'কোনো সৈন্য-সামন্ত, সরকারি টাকায় সিকিউরিটি থাকবে না | ভোটের রাজনীতিতে না থাকলে কারোর স্বার্থে তো ঘা লাগবে না তাই (হয়তো) আমার কাজও কেউ রাজনৈতিক কারণে আটকাবেনা | ' শুধু তাই নয়, দিলীপদের কটাক্ষ করে ফের তিনি লিখেছেন, 'যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী 'ভাষার' ব্যবহার করেছেন - সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার |'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo Facebook Post: 'রুচি অনুযায়ী ভাষা', 'শ্রীমান' দিলীপ ঘোষকে খোঁচা বাবুলের! ভোরে ভবিষ্যৎ ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল