রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
কেন্দ্রীয় সরকার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে হাফ ডে ছুটি ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য। এবার এ রাজ্যেও সোমবার ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সুকান্ত। চিঠিতে অযোধ্যায় রামচন্দ্রের ‘পবিত্র জন্মভূমি পুনরুদ্ধার’-এর কাহিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সভাপতি। চিঠির একদম শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুকান্ত লিখেছেন ‘আপনার সদুত্তরের আশাপ্রার্থী।’
advertisement
আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধন সোমবার, সরকারি অফিসের মতো ব্যাঙ্কেও কি ছুটি ২২ জানুয়ারি? বড় খবর
চিঠিতে সুকান্ত মজুমদার মমতার উদ্দেশে লেখেন, ‘চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে।’ এরই সঙ্গে তৃণমূল সরকারের আমলে অনেক নতুন তিথি, পরব কিংবা জন্মদিবস সরকারি ছুটির আওতায় এসেছে বলে উল্লেখও করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন: আয়ুর্বেদিক ‘ব্রহ্মাস্ত্র’! গলব্লাডার স্টোন থেকে মদের নেশা তাড়াতে এই ওষুধ ‘১ নম্বর’
কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। এবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য আগামী ২২ জানুয়ারি দেশের ব্যাঙ্ক, বিমা অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক বিজেপি শাসিত রাজ্যে স্কুলেও হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী