মুখ্যমন্ত্রী সূচনার পর আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা। এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় মাটির বাড়ি যাদের ভেঙেছে তাদেরও টাকা দেওয়া হবে মঙ্গলবার থেকে।
advertisement
‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে যারা অভিযোগ জানিয়েছিলেন তাদেরও টাকা দেবে পঞ্চায়েত দফতর। প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কিস্তির টাকা তুলে দেবেন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব। আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রীতে যাঁরা অভিযোগ জানিয়েছিলেন তাঁরাও পাবেন। তাঁরাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে মোট সংখ্যা ১২ লক্ষ হয়েছে।”
বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার অনুষ্ঠান আজ বিকাল ৪ঃ৪৫ মিনিট থেকে নবান্ন সভাঘরে শুরু হবে। জেলাশাসক,পুলিশ সুপারদের পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতিদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে ভার্চুয়ালি। বিভিন্ন জেলার মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরও জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে এই অনুষ্ঠানের সময়। নবান্নের তরফে সেই নির্দেশ জানানো হয়েছে জেলাশাসকদের। সেইমতো অনুষ্ঠানের প্রস্তুতিও নিতে বলা হল জেলাশাসকদের।