একলাফে ফের দাম বাড়ল অটো এলপিজি-র ৷ গত ১ বছরে দাম বেড়েছে প্রায় ২০ টাকা ৷ পেট্রোল, ডিজেলের দাম চড়চড় করে বাড়ছেই। আর প্রায় নিঃশব্দে দাম বাড়ছে অটো এলপিজিরও। বিনা নোটিসে গত এক বছরে অটোর গ্যাসের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। শেষ ১ নভেম্বর একলাফে ৩ টাকা ৩ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। অথচ সেই তুলনায় বাড়েনি ভাড়া। অটোর এলপিজির 'দাদাগিরি'-তে নাভিশ্বাস অটোমালিক ও চালকদের।
advertisement
• এপ্রিল-নভেম্বর অটো এলপিজির দামবৃদ্ধি
• এপ্রিলে অটোগ্যাসের দাম ৩৯.৪৯ টাকা/কেজি
• মে মাসে অটোগ্যাসের দাম ৩৯.৫৫ টাকা/কেজি
• জুনে অটোগ্যাসের দাম ৪১.৯০ টাকা/কেজি
• জুলাইয়ে অটোগ্যাসের দাম ৪৪.৬০ টাকা/কেজি
• অগাস্টে অটোগ্যাসের দাম ৪৫.৫২ টাকা/কেজি
• সেপ্টেম্বরে অটোগ্যাসের দাম ৪৮.০১ টাকা/কেজি
• অক্টোবরে অটোগ্যাসের দাম ৫১ টাকা/কেজি
• নভেম্বরে অটোগ্যাসের দাম ৫৪.০৩ টাকা/কেজি
পেট্রোল বা ডিজেলের দামবৃদ্ধির কথা ফলাও করে সংবাদমাধ্যমে ছাপা হলেও অটো এলপিজি-র দামবৃদ্ধি হয় প্রায় বিনা নোটিসেই। সকালে পাম্পে গিয়ে চালকরা জানতে পারেন দাম বাড়ার কথা। এমনটাই অভিযোগ অটোচালকদের। এতে সমস্যায় পড়েন পাম্পের কর্মীরাও। মালিকরা ভাড়া বাড়ানোর জন্য ক্রমাগত দরবার করছেন। এদিকে সরকার অটোনীতি তৈরি করার কথা বললেও এখনও বাস্তবায়িত হয়নি কিছুই। সবমিলিয়ে অটো এলপিজির ক্রমাগত দামবৃদ্ধিতে ফাঁপড়ে ইউনিয়নও।
অটোচালকদের দৌরাত্ম্যের কথা শুনতে অভ্যস্ত শহরবাসী। তবে অটো এলপিজি-র দাদাগিরিতে চালকরা নিজেরাই এখন অস্বস্তিতে। সমস্যা সমাধানে অটোমালিকদের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসছে ইউনিয়ন। ভাড়া বাড়ানো নিয়ে প্রয়োজনে সরকারের সঙ্গে বৈঠকও করতে পারে ইউনিয়ন।