মঙ্গলবার রাত ৯.৩০ ৷ ত্রিকোণ পার্ক থেকে শখের বাজারের দিকে অটো নিয়ে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের সঞ্জয় সরকার। উল্টো দিক থেকে আসা বাসের ধাক্কায় প্রাণ যায় তাঁর। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকেই আন্দোলনে নামেন অটোচালকরা। আঠারোটি রুটে বন্ধ হয়ে যায় অটো চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
advertisement
এদিন বালিগঞ্জ-বেহালা, রাসবিহারী-বেহালা, বালিগঞ্জ-চেতলা, গড়িয়াহাট-চেতলা, গড়িয়াহাট-তারাতলা, চৌরাস্তা-রাসবিহারী, চেতলা পার্ক-চৌরাস্তা, বালিগঞ্জ-জজকোর্ট-সহ বিভিন্ন রুটে অটো বন্ধ ছিল এদিন ৷
এক অটোচালকের কথায়, ‘‘আমাদের সহকর্মী মারা গিয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাই আমরা আর্থিক সহযোগিতা দাবি করছি।.. যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’
যদিও অটোচালকদের দাবি, আন্দোলন চালালেও জরুরি অবস্থায় তাঁরা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন।