গতকাল, শুক্রবার রাতে শুরু হয়েছিল পারিবারিক বিবাদ, সেই সময় আট মাস বয়স শিশু নুরজাহান খাতুনকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে দেয় শিশুটির কাকিমা ইয়াসমিন বেগম। তড়িঘড়ি শিশুটিকে রিক জওয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আজ, শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়। রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তে আটক করে। এহেন পৈশাচিক ঘটনায় অভিযুক্তর উপর খেপে ওঠে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, মারমুখি প্রতিবেশীরা পুলিশের গ্রেফতারি থেকে ছিনিয়ে নিয়েই অভিযুক্তকে মারধর শুরু করে।
advertisement
অন্যদিকে, এদিন এক গৃহবধূর মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাসন্তীতে। মৃতার নাম তমিনা সর্দার(২৮)। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার হাড়ভাঙি গ্রামে। শনিবার সকালে স্থানীয়রা মাঠের মাঝখানে তনিমার মুণ্ডহীন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রায় দশ বছর আগে তনিমার খুড়তুতো বোনের স্বামী জাকির মোল্লার সঙ্গে বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিয়ের কারণে, জাকিরের পরিবারে শুরু হয় অশান্তি। দীর্ঘদিন ধরে তনিমাকে খুনের হুমকি দিচ্ছিল তাঁর কাকার পরিবারের সদস্যরা। গতকাল রাত থেকে হঠাৎ-ই নিখোঁজ হয়ে যান তনিমা। শনিবার সকালে তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, বিবাদের জেরেই খুন করা হয়েছে তনিমাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Anup Chakraborty