এদিকে সন্তোষ ট্রফিতে নজর কাড়া পারফরম্যান্সের পর এই ফুটবলারকে ঘিরে টানাটানি হবে জানাই ছিল। মহমেডান তাই আগেভাগেই সই করিয়ে রেখেছিল গোলকিপার শঙ্কর রায়কে। বড় টোপ দিয়ে নাগেরবাজারের শঙ্করকে আবার সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলও। একেবারে বছর কয়েক আগের রহিম নবি বা তারও আগে হাবিবুর রহমানের ঘটনা। ইস্টবেঙ্গল-মহমেডানের টানাপোড়েনে শঙ্করের এই মরশুমটা না বাইরে বসে কাটাতে হয়।
advertisement
আই লিগ ? না কি আইএসএল ? সেটাই তো পরিস্কার নয়। সৃঞ্জয় বোস-দেবাশিস দত্তরা ব্যস্ত সেই সব নিয়েই। তবু দলটা তো করতে হবে। ছোট কর্তাদের আসরে নামিয়ে দিলেন দেবাশিসবাবুরা। অসমের হোলিচরণ নার্জারির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলল মোহনবাগান রিক্রুটাররা। আইএসএলের জন্য জেজে, বলবন্ত হাতছাড়া হলে প্ল্যান বি তৈরি রাখা আর কি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2017 7:53 PM IST