TRENDING:

এটিকে-র দল গোছানোর কাজ কেমন চলছে ?

Last Updated:

পরিস্থিতির দিকে নজর রাখছেন এটিকে কর্তারা। তলায় তলায় দলও গোছাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরিস্থিতির দিকে নজর রাখছেন এটিকে কর্তারা। তলায় তলায় দলও গোছাচ্ছেন। সমীঘ দ্যুতি, জাভি লারার মতো বিদেশিদের পাশাপাশি দেবজিৎ, প্রীতমদের ধরে রাখতে মরিয়া অ্যাটলেটিকো কলকাতা। তবে বাদ পড়ছেন গতবারের মার্কি পোস্তিগা। কোপ পড়ার সম্ভাবনা বর্ষীয়ান বোরহা ফার্নান্ডেজের ওপরেও।
advertisement

এদিকে সন্তোষ ট্রফিতে নজর কাড়া পারফরম্যান্সের পর এই ফুটবলারকে ঘিরে টানাটানি হবে জানাই ছিল। মহমেডান তাই আগেভাগেই সই করিয়ে রেখেছিল গোলকিপার শঙ্কর রায়কে। বড় টোপ দিয়ে নাগেরবাজারের শঙ্করকে আবার সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলও। একেবারে বছর কয়েক আগের রহিম নবি বা তারও আগে হাবিবুর রহমানের ঘটনা। ইস্টবেঙ্গল-মহমেডানের টানাপোড়েনে শঙ্করের এই মরশুমটা না বাইরে বসে কাটাতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আই লিগ ? না কি আইএসএল ? সেটাই তো পরিস্কার নয়। সৃঞ্জয় বোস-দেবাশিস দত্তরা ব্যস্ত সেই সব নিয়েই। তবু দলটা তো করতে হবে। ছোট কর্তাদের আসরে নামিয়ে দিলেন দেবাশিসবাবুরা। অসমের হোলিচরণ নার্জারির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলল মোহনবাগান রিক্রুটাররা। আইএসএলের জন্য জেজে, বলবন্ত হাতছাড়া হলে প্ল্যান বি তৈরি রাখা আর কি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এটিকে-র দল গোছানোর কাজ কেমন চলছে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল