গুয়াহাটিতে এটিকে-নর্থ ইস্ট ম্যাচ চলাকালীন নির্বাসিত মলিনা নাকি গ্যালারি থেকে ফেন্সিংয়ের সামনে ডেকে এনে বারবার তাঁর সহকারী কোচ পাবলো এবং অন্য কয়েকজনের মাধ্যমে নানা রকম পরামর্শ দিয়েছেন দলের ফুটবলারদের। কাকে পরিবর্ত নামাতে হবে তাও বলে দিয়েছেন। যা টুর্নামেন্টের আইনে বড়মাপের অপরাধ। সবচেয়ে বড় কথা, মলিনার পুরো কাণ্ডই ধরা পড়েছে আইএসএল কর্তৃপক্ষের গোপন ক্যামেরায়। এমনকী, ম্যাচের চতুর্থ রেফারিও নাকি সেই ছবি তুলে রেখেছেন বলে খবর। গুয়াহাটির মাঠের দু’দলের রিজার্ভ বেঞ্চ অত্যন্ত কাছাকাছি থাকায় মলিনার এই কাজ চোখ এড়ায়নি কারোরই ৷ তবে কোচের আরও চার ম্যাচ নির্বাসন হবে কিনা, তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷ কিন্তু এমনটা হলে প্রচণ্ড সমস্যায় পড়বেন হিউমরা ৷ কারণ আগামী চার ম্যাচের মধ্যে তিনটে ম্যাচই অ্যাওয়ে ম্যাচ এটিকে-র ৷ সবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতা ৷ এই সময় কোচের নির্বাসনের মেয়াদ বাড়লে তা যে মোটেই ভাল হবে না কলকাতা ফ্র্যাঞ্চাইজির জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
advertisement