TRENDING:

ISL 2016: সমর্থকদের আরও একটা নিষ্প্রাণ ড্র ম্যাচ উপহার দিলেন হিউমরা

Last Updated:

অ্যাটলেটিকো দি কলকাতা : ০, এফ সি পুণে সিটি: ০

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যাটলেটিকো দি কলকাতা : ০
advertisement

এফ সি পুণে সিটি: ০

#কলকাতা :  গোলের সুযোগ মিস তো প্রতি ম্যাচেই হয় ৷ কিন্তু একজন ফুটবলার গোল করার বদলে মিস করাতে যদি হ্যাটট্রিক করে , তাহলে সেই দলের পক্ষে ম্যাচে জেতাটা সত্যি কঠিন ৷ শুক্রবার রবীন্দ্র সরোবরেও হোম টিম অ্যাটলেটিকো দি কলকাতার ক্ষেত্রে ঠিক তেমনটাই হল ৷ তিন তিন বার গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তা মিস করলেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড জুয়ান কার্লোস বেলেনকোসো ৷ আর তাতেই আরও একটা ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এটিকের ফুটবলারদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এদিন গ্রুপ লিগের শেষ ম্যাচে যে পূর্ণশক্তির দল তিনি নামাবেন না ৷ সেটা মোটামুটি এটিকে কোচ হোসে মলিনা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ৷ রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেওয়ারই ম্যাচ ছিল শুক্রবার ৷ পস্তিগা, হিউম, দেবজিৎ বা দ্যুতিরা এদিন প্রথম দলে না থাকলেও ছিলেন লারা , অ্যারোয়ো, অবিনাশ রুইদাসদের মতো এবছরের মোটামুটি সফল ফুটবলাররা ৷ তবে এদিন এটিকে-র থেকেও এফ সি পুণে সিটির খেলা দেখে বেশি হতাশ হয়ে থাকবেন মাঠে উপস্থিত ১২, ৪২০ জন দর্শক ৷ গোটা ম্যাচে মনে রাখার মতো কোনও আক্রমণই করতে পারেনি হাবাস ব্রিগেড ৷ যেন সেমিফাইনালে উঠতে না পারার দুঃখে প্রথম থেকেই মিইয়ে ছিল তারা ৷ এটিকে-র প্রাক্তনী অ্যান্তনিও হাবাস প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, হয়তো সেমিফাইনাল উঠতে পারিনি ৷ কলকাতায় এসে নস্ট্যালজিকও লাগছে ৷ কিন্তু মাঠে নেমে তিন পয়েন্ট নিয়েই এবারের অভিযান শেষ করতে চাই ৷ কিন্তু কোথায় কী ! গুটিকয়েক আক্রমণ ছাড়া সেভাবে গোলের সুযোগই এদিন তৈরি করে উঠতে পারেনি পুণে ৷ এদিকে আরও একটা ম্যাচ ড্র করার পর গোটা লিগ পর্যায় অ্যাটলেটিকোর ড্র সংখ্যা দাঁড়াল ৮ ৷ অর্থাৎ মোট ১৪ টা ম্যাচ খেলে মাত্র ৪টি-তে জয় এবং দু’টিতে হার ৷ বাকি সব ম্যাচ ড্র করেই সেমিফাইনালে প্রবেশ করেছে হোসে মলিনার দল ৷ কিন্তু এখন যা অবস্থা, তাতে চতুর্থ হয়েই হয়তো শেষ চারে যেতে হবে এটিকে-কে ৷ কারণ কেরালা বা নর্থ-ইস্টের পক্ষে তাদের শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পাশাপাশি অ্যাটলেটিকোর পয়েন্টকে ছাপিয়ে যাওয়ার এখন প্রবল সুযোগ রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: সমর্থকদের আরও একটা নিষ্প্রাণ ড্র ম্যাচ উপহার দিলেন হিউমরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল