না না দোকান নিয়ে এই কনটেন্ট নয়। আসলে দোকানের অন্দরে ঠাকুরের তাকে যে বিষয়টা চোখে পড়ছে সেটাই আসল গল্প। গণেশ-লক্ষ্মীর সঙ্গে ভরতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ছবি। মালা পরানো আছে, ঠাকুরের সঙ্গেই তিনিও রোজ দিন পূজিত হচ্ছেন।
advertisement
কেন অটল বিহারীর ছবি?
স্বপন বাবু বলছেন আমি উনার ভক্ত। উনার মতাদর্শের, রাজনীতির ফ্যান আমি। উনার মতাদর্শ, ভাবনা চিন্তা বিরোধীতায় ভুলতে পারে না। উনার মতো প্রধানমন্ত্রী আমি আর কাউকে দেখলাম না। আমার কাছে অটলই সেরা প্রধানমন্ত্রী।
‘বিজেপি ভুলে যাচ্ছে পুরনো মতাদর্শের কথা, অটল বিহারী যেভাবে চালিয়েছে আর সেইরকম ভাবে চলছে কোথায়? সড়ক যোজনা একটা নবদিগন্ত তৈরী করে দিয়েছে। তাঁর দূরদর্শিতা ছিল অতুলনীয়। আমার মনে হয় সেই রাজনীতি কিছুটা হলেও বদলেছে এখন’। বলছেন স্বপন বাবু।
সম্প্রতি বাংলা ও বাংলাদেশী নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা একদমই ঠিক নয় বলছেন এই অটল ফ্যান। বাংলা ভাষা ও বাংলাদেশী ভাষা সম্পূর্ণ আলাদা বলেই মনে করেন তিনি। আজ যদি অটল বিহারী বাজপেয়ী থাকতেন তাহলেও তিনি এই কথায় বলতেন বলে মনে করছেন স্বপন বাবু। কথা বলতে বলতেই তিনি চা চাপালেন। আমরা কথা থামালাম।
১৬ আগস্ট ২০১৮ সালে পরলোক গমন করেন অটল বিহারী বাজপেয়ী। তাঁর স্মৃতি রোজ দিন টাটকা দমদমের বাসিন্দা স্বপন বাবুর মনে। রোজদিন ঠাকুরের সঙ্গেই পূজিত হচ্ছেন স্বপন বাবুর রাজনৈতিক ঠাকুর। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেবদেবীর সমান করেই রেখেছেন তিনি। তিনি বলছেন, পদ্ম শিবির বদলে ফেলেছে তার অটলের রাজনীতি। স্বপন বাবুর চোখে অটল বিহারী বাজপেয়ী দেশের সেরা প্রধানমন্ত্রী।