TRENDING:

Assembly: বিধানসভার অধিবেশনে 'কাগজ' পাবেন বিজেপি বিধায়করা, 'শর্ত' দিয়ে নির্দেশ বিমানের

Last Updated:

Assembly: বিধানসভার অধিবেশনে কার্যবিবরণী কাগজ পাবে বিজেপি বিধায়করা। নির্দেশ দিলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভার নিয়ম মানুন। রুলিং মানুন। আপনারা গণতান্ত্রিক নিয়ম মানুন। আগামিকাল শুক্রবার থেকে কাগজ দেব। প্রত্যাশা করব কাগজ ছেঁড়া বন্ধ করবেন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভার অধিবেশনে কার্যবিবরণী কাগজ পাবেন বিজেপি বিধায়করা। নির্দেশ দিলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভার নিয়ম মানুন। রুলিং মানুন। আপনারা গণতান্ত্রিক নিয়ম মানুন। আগামিকাল শুক্রবার থেকে কাগজ দেব। প্রত্যাশা করব কাগজ ছেঁড়া বন্ধ করবেন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন।”
বিধানসভার অধিবেশন
বিধানসভার অধিবেশন
advertisement

অন্যদিকে বিধানসভার প্রশ্নোত্তর পর্বের অধিবেশনে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ফের উত্থাপন করলেন, “যাঁরা বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছেন তাঁদের কেন বিধানসভায় বসতে দেওয়া হয়?” শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, “শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে অ-রেজিস্ট্রিকৃত যান নিয়ন্ত্রণ করা হবে।”

আরও পড়ুন: ‘লু’ সতর্কতা রাজ্যে রাজ্যে…! কমলা সতর্কতা জারি! কবে নামবে বৃষ্টি? ১৯ রাজ্যের জন্য ‘আপডেট’ দিল IMD, কী হবে বাংলায়?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে ৭০০০ অনিয়ন্ত্রিত টোটো যেগুলো রেজিস্ট্রিকৃত নয় তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। প্রচুর যুবক নিজেদের সংসার চালানোর জন্য এই টোটো রাস্তায় নামায়। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চালানোয় যানজট হয়। আমরা এদের জন্য গাইড লাইন তৈরি করে দিচ্ছি। শিলিগুড়ি শহরে রেজিস্ট্রিকৃত ৪০০০ রিক্সা চলে, সেগুলিকে কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি শহরের সঙ্গে সঙ্গেই সারা রাজ্যের জন্য টোটো পলিসি তৈরির কথা ভাবছে রাজ্য পরিবহন দফতর। তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। প্রধাননগরে সরবে বাস স্ট্যান্ড। সেখান থেকে বেসরকারি বাস চলাচল করবে। এছাড়া অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য বাস চালানোর জন্য নয়া বাস টার্মিনাসের ভাবনা। যানজট রুখতে এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly: বিধানসভার অধিবেশনে 'কাগজ' পাবেন বিজেপি বিধায়করা, 'শর্ত' দিয়ে নির্দেশ বিমানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল