শাসকদলের মন্ত্রী-বিধায়কেরা নিয়মিত বিধানসভার অধিবেশনে আসেন না৷ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ তুলছিলেন বিরোধী বিধায়কেরা৷ এবার তাঁদের মুখ বন্ধ করতে দলের অন্দরেই কড়া ব্যবস্থা নিল তৃণমূল৷ সূত্রের খবর, বুধবার বিধানসভা কেন্দ্রিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই ঠিক হয়েছে, এবার থেকে বিধানসভা অধিবেশন চলাকালীন শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক।
advertisement
এখানেই শেষ নয়, বিধানসভায় পৌঁছে মন্ত্রীদের সই করতে হবে পরিষদীয় মন্ত্রীর ঘরে। বিধায়কদের সই করতে হবে নির্মল ঘোষের ঘরে। পাশাপাশি, কোন কোন বিধায়ক অধিবেশনে অনুপস্থিত থাকছেন সেই তালিকা যাবে মুখ্যমন্ত্রীর কাছে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী সাত দিন অন্তর উপস্থিতির খাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই তৈরি হয়েছিল বিধানসভার এই শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধায়ক-মন্ত্রীদের কামাই রুখতে এবার উঠেপড়ে লাগলেন সেই কমিটির সদস্যেরা৷