সুকান্ত মজুমদারের কথায়, ‘ভিন রাজ্যের এই বিপুল জয় চব্বিশের ভোটে বাংলায় ৩৫টি আসন পেতে সাহায্য করবে।’ ভিন রাজ্যে ভোটের ফলাফল বেরোতেই বঙ্গ পদ্ম শিবিরেও উচ্ছ্বাসের ছবি দেখা যায়। বিজেপির দুই রাজ্য দফতর মুরলিধর সেন লেন এবং সল্টলেক অফিসে দলীয় কর্মী সমর্থকরা গেরুয়া আবীর নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। সঙ্গে চলে লাড্ডু বিতরণ ও আতশবাজির প্রদর্শন।
advertisement
আরও পড়ুন: চমকে গিয়েছিলেন সবাই, তিন রাজ্যেই হিট বিজেপি-র এই কৌশল
বলাবাহুল্য, লোকসভার নির্বাচনের আগে সেমিফাইনাল বলা হচ্ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে৷ ফলে চেষ্টার কসুর রাখেনি পদ্ম ব্রিগেড৷ বিজেপি এতটাই মরিয়া ছিল যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে নিজের একাধিক সাংসদ, এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রার্থী করেছিল৷ ফল প্রকাশ হতেই দেখা যাচ্ছে, বিজেপির এই কৌশল পুরোপুরি খেটে গিয়েছে৷
আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন
অধিকাংশ ক্ষেত্রেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা জয়ী হয়েছেন। আর এই প্রেক্ষাপটে ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ বিজেপি ভিন রাজ্যের ভোটের ফলকে হাতিয়ার করে কলকাতা-সহ জেলায় জেলায় উচ্ছ্বাসে মেতে উঠেছে। ভিন রাজ্যের বিধানসভার ফলাফলকে সামনে রেখে কলকাতা-সহ জেলায় জেলায় বিজয় মিছিল করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F