TRENDING:

বিধানসভায় হট্টগোলে অসুস্থ আবদুল মান্নান, বসছে অস্থায়ী পেসমেকার

Last Updated:

বিধানসভার তুমুল হট্টগোলের অসুস্থবিরোধী দলনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভার তুমুল হট্টগোলের অসুস্থবিরোধী দলনেতা। তারপরেই আবদুল মান্নানের অস্থায়ী পেসমেকার বসানোর সিদ্ধান্ত চিকিৎসকদের। স্বাভাবিক ভাবেই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে আলোড়ন। সময় নষ্ট না করে শাসকদলের নেতারাও হাসপাতালে পৌঁছে যান। যদিও, এই ঘটনাকে হাতিয়ার করে শুরু হয়েছে রাজনীতি। কাল রাজ্য বাজেট অধিবেশন বয়কট করেছে বাম-কংগ্রেস।
advertisement

বিধানসভার হট্টগোলে অসুস্থ বিরোধী দলনেতাকে স্ট্রেচারে বাইরে আনা হয়। অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। হৃদরোগ বিশেষজ্ঞ শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ৪ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। তাঁরা জানিয়েছেন,

কেমন আছেন মান্নান?

- আবদুল মান্নানের হার্টে অনেকটা ব্লকেজ রয়েছে

advertisement

- আগে থেকেই তাঁর ওই ব্লকেজ রয়েছে

- তাঁকে পেসমেকার বসানোর পরামর্শও দেন চিকিৎসকরা

- আপাতত অস্থায়ী পেসমেকার ব্যবহার

- পরে স্থায়ী পেসমেকার বসানো হবে

- হাসপাতালে আনার সময় মান্নানের উচ্চ রক্তচাপ ছিল

- সম্পূর্ণ চেতনাতেই আবদুল মান্নান

advertisement

- কার্ডিও ভাসকুলার সমস্যা ছাড়াও কিছু চোট রয়েছে

- কিন্তু, মাথায় কোনও আঘাত লাগেনি

পরিস্থিতি রাজনৈতিক মোড় নিতে পারে বুঝেই শাসক দলের নেতাদের হাসপাতালে পাঠান মুখ্যমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

মান্নানের অসুস্থতাকে সামনে রেখে রাজনীতির জল ঘোলা হতে শুরু করেছে। রাজ্য বাজেট অধিবেশন বয়কট করতে চলেছে বাম-কংগ্রেস৷ যদিও আবদুল মান্নানের অবস্থা স্থিতিশীল। কিন্তু, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী আন্দোলনে ঝাঁপাতে চলেছে বাম ও কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভায় হট্টগোলে অসুস্থ আবদুল মান্নান, বসছে অস্থায়ী পেসমেকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল