বিধানসভার হট্টগোলে অসুস্থ বিরোধী দলনেতাকে স্ট্রেচারে বাইরে আনা হয়। অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। হৃদরোগ বিশেষজ্ঞ শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ৪ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। তাঁরা জানিয়েছেন,
কেমন আছেন মান্নান?
- আবদুল মান্নানের হার্টে অনেকটা ব্লকেজ রয়েছে
advertisement
- আগে থেকেই তাঁর ওই ব্লকেজ রয়েছে
- তাঁকে পেসমেকার বসানোর পরামর্শও দেন চিকিৎসকরা
- আপাতত অস্থায়ী পেসমেকার ব্যবহার
- পরে স্থায়ী পেসমেকার বসানো হবে
- হাসপাতালে আনার সময় মান্নানের উচ্চ রক্তচাপ ছিল
- সম্পূর্ণ চেতনাতেই আবদুল মান্নান
- কার্ডিও ভাসকুলার সমস্যা ছাড়াও কিছু চোট রয়েছে
- কিন্তু, মাথায় কোনও আঘাত লাগেনি
পরিস্থিতি রাজনৈতিক মোড় নিতে পারে বুঝেই শাসক দলের নেতাদের হাসপাতালে পাঠান মুখ্যমন্ত্রী।
মান্নানের অসুস্থতাকে সামনে রেখে রাজনীতির জল ঘোলা হতে শুরু করেছে। রাজ্য বাজেট অধিবেশন বয়কট করতে চলেছে বাম-কংগ্রেস৷ যদিও আবদুল মান্নানের অবস্থা স্থিতিশীল। কিন্তু, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী আন্দোলনে ঝাঁপাতে চলেছে বাম ও কংগ্রেস।
