TRENDING:

অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় চিঠি লিখলেন দিলীপ ঘোষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অসমে বাঙালি হত্যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই খুনের পিছনে কে দায়ী ? সেই নিয়ে একে অপরকে দায়ী করতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপি ৷ এহেন পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সরাসরি বাংলা ভাষায় চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷
advertisement

কলকাতায় কালো পতাকা নিয়ে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিল থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ অভিষেকের দাবি, এই হত্যাকাণ্ডর জন্য দায়ী বিজেপি ৷ মুখ্যমন্ত্রীর অনুমতি মিললেই বাংলায় বিজেপির রথের চাকা রুখে দেবে তৃণমূল ৷ পাশাপাশি এই হত্যাকাণ্ডর জন্য গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বলেন, ‘গুজরাতে বিহারি খেদাও চলছে ৷ অন্যদিকে, অসমে চলছে বাঙালি খেদাও ৷ দেশজুড়ে অশুভ সংকেতের বার্তা বইছে ৷’ এই পরিস্থিতি বেজায় চাপে বিজেপি ৷

advertisement

আরও পড়ুন: Assam Tinsukia killings: অসম হত্যাকাণ্ডে গ্রেফতার আলফা লিঙ্কম্যান

চিঠিতে অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ ৷ অসমের ঘটনায় যে যথেষ্ট চাপের মুখে পড়েছে বিজেপি ৷ চিঠিতে সেই বিষয়টি একেবারে স্পষ্ট ৷ বাঙালি হিন্দুদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি ৷ পাশাপাশি রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে অসমের সরকার যাতে হাল ধরে, সেই বিষয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেই আর্জি জানালেন দিলীপ ঘোষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় চিঠি লিখলেন দিলীপ ঘোষ