TRENDING:

হার্টে ৮৫ শতাংশ ব্লকেজ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অশোক ভট্টাচার্য

Last Updated:

তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আনন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিলিগুড়ির মেয়র ভট্টাচার্যের৷ তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক শুভানন রায় জানিয়েছেন, অসুস্থ মেয়রের হার্টের দুটি আর্টারিতেই ৮৫ শতাংশ ব্লকেজ ধরা পড়েছে৷
advertisement

তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে৷ তাঁর অ্যাঞ্জিওগ্রাফি ও অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট প্রতিস্থাপন করা হয়৷ পরে ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড করা হয়৷

গত ২৪ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় রেফার করা হয়৷ এরপরই ২৬ তারিখ রাতের ট্রেনে কলকাতা রওনা দেন তিনি৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী৷

advertisement

২৭ তারিখ সকালে তাকে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকদের নজরদারিতে চিকিৎসা চলছে তার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
হার্টে ৮৫ শতাংশ ব্লকেজ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অশোক ভট্টাচার্য