রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কলকাতার বিভিন্ন এলাকায় রাত ১২টা-সকাল ৮টার পর্যন্ত দূষণ মেপে রিপোর্ট বার করেছে। রিপোর্টেই দূষণ বাড়ার উল্লেখ। দূষণ বেড়েছে বিধাননগর, ভিক্টোরিয়া, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। রবিবার সন্ধেয় দূষণের মাত্রা ছিল কম। রাতে বাজি ফাটার পরিমাণ বাড়তেই দূষণ বাড়ে।
বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রাম থাকলে, এ দেশে তা স্বাভাবিক। সেখানে কলকাতায় বায়ুসূচক ছিল ‘সন্তোষজনক’। শহরের রবীন্দ্রভারতী, রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ সব জায়গায় বাতাসের মান ছিল সন্তোষজনক।
advertisement
রবিবার রাত ১২ সোমবার সকাল ৬ সোমবার সকাল ১০
- ভিক্টোরিয়া ১১৫* ১৬৪ ১৬০
- ফোর্ট উইলিয়াম ১৫৫ ১৯৫ ১৯০
- বালিগঞ্জ ১৮৪ ১৪৯ ১২৫
- রবীন্দ্র সরোবর ১৬১ ১৭৮ ১৭৬
- যাদবপুর ১৪০ ১৩৯ ১২৭
- বিধাননগর ১৩৮ ১৫৪ ১৫৩
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৬৪ ১৮৫ ১৮২
পর্ষদের হিসাব অনুযায়ী, রাত ন’টা পর্যন্ত তথ্য বলছিল, গত বছরের তুলনায় এ বার কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলির পরিস্থিতি অনেকটা ভালো। বাজির ধোঁওয়ার রেশ কাটতে আরও কয়েকদিন যে লাগবে, সন্দেহ নেই।
রাত বাড়তেই সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে তোয়াক্কা না করে চলে বাজির তাণ্ডব। এর ফলে যেমন ছড়িয়েছে শব্দদূষণ, তেমনই বাতাসের হালও ক্রমশ খারাপ হতে থেকে।
শুরুতে যতটা ভাল ফল করছিলেন পুলিশ ও পর্ষদের আধিকারিকরা তাতে বেশ কিছুটা জল ঢেলে দেয় শেষবেলার বাজির দাপট।
