TRENDING:

Bangladeshi citizen arrested: আদালতে হাজির করানো হল ধৃত বাংলাদেশিকে, পুলিশ হেফাজতের নির্দেশ

Last Updated:

Bangladeshi citizen arrested: পার্ক স্ট্রিট থানায় ধৃত আবিদুর রহমানকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবির দাবি, অভিযুক্তের কাছে কোন ভ্যালিড ডকুমেন্ট নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পার্ক স্ট্রিট থানায় ধৃত আবিদুর রহমানকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবির দাবি, অভিযুক্তের কাছে কোন ভ্যালিড ডকুমেন্ট নেই। সে আদতে বাংলাদেশি নাগরিক। তার থেকে জাল আধার এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে।
গ্রেফতার বাংলাদেশিকে আদালতে হাজির করানো হল।
গ্রেফতার বাংলাদেশিকে আদালতে হাজির করানো হল।
advertisement

আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?

পাশাপাশি সরকারি আইনজীবী আরও বলেন, “আমরা মনে করছি জাল আধার কার্ড এবং প্যান কার্ডের বানানোর রাকেটের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে। সেই সঙ্গে জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও এর যোগাযোগ থাকতে পারে। গোটা বিষয়ে বিশদে তদন্তের জন্য আমরা পূর্ণ সময়ের জন্য পুলিশি হেফাজতের (অর্থাৎ ৯/১/২০২৫ পর্যন্ত) আবেদন জানাচ্ছি। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336(2), 337, 338, 340(2) ধারায়, 14 foreigners act ধারায় মামলা দায়ের করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: মালদহে ভয়ঙ্কর ঘটনা! আমবাগানে পুড়ছে দেহ, গলগল করে বেরিয়ে আসছে রক্ত

বিচারক ৬/১/২০২৫ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, ধৃত দাবি করছেন যে তিনি ১২ বছর ধরে খিদিরপুর এলাকাতে থাকেন। যদিও বাংলাদেশে তার পরিবার আছে কিন্তু তিনি, বাংলাদেশে গত ১২ বছর ধরে যাননি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা রয়েছে ধৃতের, এমনটাই সূত্র মারফত দাবি। তবে ধৃতের আধার কার্ডে যে ঠিকানা পাওয়া গিয়েছে, তা মধ্যমগ্রামের। যদিও, সেই ঠিকানা ভুয়া বলেই মনে করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangladeshi citizen arrested: আদালতে হাজির করানো হল ধৃত বাংলাদেশিকে, পুলিশ হেফাজতের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল