রাজ্য দমকল দফতরের তরফে জানানো হয়েছে অর্পিতার টালিগঞ্জের আবাসনে বেআইনি পার্কিং লট অবিলম্বে ভাঙবে রাজ্য দমকল দফতর। অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়েই তৈরি করা হয়েছিল অর্পিতার আবাসনের বেআইনি পার্কিং লট-টি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে দমকল দফতর।
আরও পড়ুন : পাশা যাই হোক, 'বাজি' জিতবেন তিনিই! রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন নীতীশ কুমার
advertisement
এদিকে দেখতে দেখতে চার রাত জেলে কাটিয়ে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়। আগের তুলনায় স্বাভাবিক তিনি। এমনটাই জেল সূত্রে খবর। জানা গিয়েছে, জেলে তাঁর নিয়মিত মেডিক্যাল টেস্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন অর্পিতা।
আলিপুরে মহিলাদের জন্য বিশেষ জেলে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরার মুখে অর্পিতা বলেন, ‘‘বীভৎসভাবে ফেঁসে গেলাম। আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল।’’ শুধু তাই নয়, সূত্রের খবর, সেলের মধ্যে মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি বারবার তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করায়, সেলের বাইরে সবসময় দু’জন নিরাপত্তারক্ষী থাকছেন। নজর রাখা হচ্ছে CCTV ক্যামেরার মাধ্যমেও।
আরও পড়ুন : ফের 'বেডরেস্ট'? সিবিআই তলব হতেই অনুব্রতর বাড়িতে চিকিৎসক! হাজিরা নিয়ে তুমুল জল্পনা!
টালিগঞ্জে বিলাসবহুল আবাসনের পাশাপাশি, বেলঘরিয়ার অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে অর্পিতার। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বুকে ৩টি পার্লার। কিন্তু কীভাবে এত সম্পত্তির মালিক হলেন অর্পিতা মুখোপাধ্যায়? সেই নিয়েই চলছে ইডির তদন্ত। রহস্যে মোড়া উত্থান অর্পিতা মুখোপাধ্যায়ের। কোন পথে এত বৈভব? নক্ষত্র-খচিত জীবনযাত্রার নেপথ্যে কী রহস্য? উত্তর খুঁজছেন গোয়েন্দারা।