ইডি আধিকারিকরা নিয়োগ মামলায় আরও এক মূল অভিযক্ত অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করেছিলেন কোটি কোটি টাকার পাহাড়। সেই টাকা কার তাই নিয়ে বার বারই প্রশ্ন উঠেছে। কিছুদিন আগেই অর্পিতা চট্টোপাধ্যায় দাবি করেন, সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের।
advertisement
সোমবার আদালত থেকে বেরোনোর মুখে ফের এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কী ছিল তাঁর উত্তর? রইল সেই প্রশ্নোত্তর পর্ব। পার্থ চট্টোপাধ্যায় এদিন নিজের সপক্ষে সাংবাদিকদের সামনে বলেন, “আমি নির্দোষ। টাকা কি আমার? কোথায় রিসার্ভ ব্যাংকের টাকা দেখিয়ে ইডি বলছে আমার টাকা। একজনকে দেখাতে পারবে যার থেকে হাত থেকে আমি টাকা নিয়ে চাকরি দিয়েছি?”
প্রশ্ন: টাকা তাহলে কার?
উত্তর : সে ইডি বলবে।
প্রশ্ন: ইডি-র সঙ্গে আরও একজন, অর্পিতা চট্টোপাধ্যায়ও যে বলছেন আপনার টাকা!
উত্তর : পুরোটাই গট আপ।
প্রশ্ন : আপনি কি মনে করেন নিয়োগ দুর্নীতিতে আরও কেউ আছে যিনি জেলের বাইরে আছেন?
উত্তর: হ্যাঁ, এখনও অনেকেই আছে
প্রশ্ন : নাম বলবেন?
উত্তর : আপনারা সাংবাদিক আপনারা খুঁজে বের করুন।
প্রশ্ন : ২১ শে জুলাই এর অনুষ্ঠান দেখলেন?
উত্তর : হ্যাঁ
প্রশ্ন : আপনার তো নাম নেওয়া হয়নি?
উত্তর : আমি খুশি হয়েছি।
প্রশ্ন : কেন?
উত্তর : এত বড় মঞ্চ থেকে নাম নিলে বিপদই হত। কিন্তু যাঁরা শহীদ হয়েছে তাঁদের পরিবারকে একটা চাকরি দেওয়া উচিত ছিল। আমি আবেদন করছি।
প্রসঙ্গত, এ বার বন্দিদশা থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন বলে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সোমবার আলিপুরে সিবিআই বিশেষ আদালতে হাজির করা হয়েছিল তাঁকে৷ সেখান থেকে বেরনোর সময় পার্থ এই বিস্ফোরক মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘‘আমি চাই আমার মুক্তি। অবিলম্বে জেল থেকে বেরোতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব। নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার আমি সেটা চাই।’’