মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন৷ তিনি নিয়মিত নিজের ছবি পোস্ট করতেন৷ তবে ইডি হানার আগের দিন যে পোস্ট করেছেন অর্পিতা, তা খুব তাৎপর্যপূর্ণ৷ ২৩ জুলাই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷ সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে৷ আর সেই সঙ্গে টাকার পাহাড়ের ছবি আসে সকলের সামনে! আর গ্রেফতারের আগের দিন মাত্র ৫১ টাকার কথা শোনা গিয়েছে অর্পিতার ইনস্টাগ্রাম পোস্টে৷
advertisement
বলিউডে ধর্মেন্দ্র সুপারস্টার৷ খ্যাতি প্রতিপত্তি তাঁর বিপুল৷ শুধু তিনি নন, তাঁর ছেলেরাও বলিউডে খুবই জনপ্রিয়৷ সেই ধর্মেন্দ্র যখন কাজ শুরু করেন তখন তাঁর আয় ছিল মাত্র ৫১ টাকা! এটা খুব অদ্ভূত, লিখেছেন অর্পিতা৷ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এত কম টাকায় ধর্মেন্দ্র কাজ শুরু করেছিলেন, যা নজিরবিহীন৷ এত গুণী শিল্পীর জীবনের শুরুটাও ছিল খুবই সাধারণ, সেটাই বলতে চেয়েছিলেন অর্পিতা। তাহলে কী তিনি বলতে চেয়েছিলেন যে তাঁর জীবনের শুরুতেও ছিল অনেক লড়াই? তবে সেই প্রশ্নের উত্তর এখন আর কেউ জানতে চাইছেন না অর্পিতার কাছে। সবার একটাই প্রশ্ন, এত টাকার উৎস কী?