TRENDING:

Arpita Mukherjee : স্তম্ভিত ও হতবাক ঘনিষ্ঠজনরা, পশুপ্রেমী অর্পিতার এই পরিণতি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও

Last Updated:

Arpita Mukherjee : কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস? 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা :  অর্পিতা মুখোপাধ্যায়। এই মুহূর্তে সংবাদের শিরোনামে যিনি। যাঁকে ঘিরে বিতর্ক, জল্পনা-কল্পনা। যাঁর ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি এবং সেই সঙ্গে ৫০ ভরি সোনা। কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস?
কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস? 
কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস? 
advertisement

১৫-১৬ বছর আগে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । সেই মডেলিংয়ের  সূত্র ধরেই টলিউডে প্রবেশ । কেরিয়ারের শুরুতে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেন অর্পিতা । 'স্পর্শ'  এবং ‘হৃদয়ে লেখো নাম’-এর মতো ছবিতে নায়িকা ছিলেন তিনি। পরে অবশ্য বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে ।  ‘মামা ভাগ্নে’  ও ‘পার্টনার’-এর মতো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অর্পিতা । এর পরও পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা যায় অর্পিতাকে । তবে টালিগঞ্জে পায়ের তলার মাটি শক্ত না হওয়ায় অর্পিতা পাড়ি দেন ওড়িশায় । বেশ কিছু ওড়িয়া ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন । এর পর দক্ষিণে তামিল ছবিতেও অভিনয় করেন অর্পিতা।

advertisement

বাংলায় ফিরে সিরিয়াল এবং সিনেমাতে আর একবার কেরিয়ার তৈরির চেষ্টা করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, কিন্তু সফল হননি । এর পর অর্পিতাকে বিভিন্ন ফটোশ্যুটের মডেল হিসেবে দেখা যায় । বিভিন্ন ইভেন্ট এবং পার্টিতে দেখা যেতে শুরু করে তাঁকে ৷ ইদানীং প্রোডাকশন হাউস খুলে সিনেমা ও সিরিজ তৈরির কাজে মন দিয়েছিলেন অর্পিতা। একাধিক পরিচালক কে অনুরোধও করেছিলেন তার সঙ্গে কাজ করার জন্য।

advertisement

আরও পড়ুন : মডেলিংয়ের সঙ্গে অভিনয়ও, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অর্পিতার ছবি দেখুন

কিন্তু এই অর্পিতা মুখোপাধ্যায় যে এভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন তা দেখে কার্যত হতবাক তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরাও । অর্পিতা পশুপ্রেমী, তাঁর ডায়মন্ড সিটির ফ্ল্যাটে প্রচুর পোষ্য সারমেয় রয়েছে। তাদের নিয়ে অর্পিতাকে নিয়মিত মর্নিং ওয়াকে ও দেখতে পেতেন তাঁর প্রতিবেশীরা । সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলা অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস উদ্ধার হওয়ায় প্রায় স্তম্ভিত সকলে।

advertisement

আরও পড়ুন :  অভিনয় করেছেন ছবিতে, শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা তুঙ্গে

সেই সঙ্গে ইডি-র হাতে অর্পিতার গ্রেফতার যেন একেবারে সিনেমার টানটান চিত্রনাট্যের মতো। তাঁর এহেন পরিণতি যেন কোনও ছবির চিত্রনাট্যের তুলনায় কম নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

( মানস বসাক)

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee : স্তম্ভিত ও হতবাক ঘনিষ্ঠজনরা, পশুপ্রেমী অর্পিতার এই পরিণতি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল