TRENDING:

Arpita Mukherjee | Partha Chatterjee: অসুস্থ অর্পিতা! এক্স-রে থেকে স্ক্যান...জেলের মধ্যে হঠাৎ কী হল? ভাল নেই পার্থও

Last Updated:

এদিন অর্পিতার আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলকে ভাল কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার৷ এরপরে বিচারক অর্পিতার জেলে চিকিৎসার নথিপত্র বিশদে দেখেন৷ সেখানেই দেখা যায় যে অর্পিতার এক্স-রে এবং স্ক্যানের প্রয়োজনীয়তা রয়েছে৷ এরপরেই বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলেন বিচারক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ জেলে তাঁর চিকিৎসাও চলছে৷ কিন্তু, সেই চিকিৎসাই যথেষ্ট নয়৷ আদালতে অন্তত তেমনটাই জানালেন অর্পিতার আইনজীবী৷ তাঁর দাবি, অন্য কোনও হাসপাতালে তাঁর মক্কেলের চিকিৎসা করানো হোক, সেটা কম্যান্ড হাসপাতাল হলেও তাঁদের আপত্তি নেই৷ প্রসঙ্গত, মঙ্গলবার বিচার ভবনে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল৷ শুনানিতে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়৷ তবে পার্থ-অর্পিতার উপস্থিতি ছিল ভার্চুয়াল৷
advertisement

এদিন অর্পিতার আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলকে ভাল কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার৷ এরপরে বিচারক অর্পিতার জেলে চিকিৎসার নথিপত্র বিশদে দেখেন৷ সেখানেই দেখা যায় যে অর্পিতার এক্স-রে এবং স্ক্যানের প্রয়োজনীয়তা রয়েছে৷ এরপরেই বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলেন বিচারক৷

বিচারক জেল কর্তৃপক্ষকে বলেন, ‘‘উনি কেমন আছেন? আপনাদের রিপোর্টে দেখছি এক্স রে এবং স্ক্যান প্রয়োজন। কবে হবে এটা? দেখবেন যেন ভালভাবে চিকিৎসা হয়। যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে হবে। আপনারা তো এসএসকেএম-এ ট্রিটমেন্ট করান। রাজ্যের সবচেয়ে ভাল সুপার স্পেশালিস্ট হাসপাতাল এটা।’’

advertisement

আরও পড়ুন: মাদুলি-পৈতে ফিরে পেতে মরিয়া মানিক ভট্টাচার্য! আদালতে অদ্ভুত সওয়াল… ‘কাঠগড়ায়’ কারা জানেন?

এরপরে বিচারক অর্পিতার কাছেও জানতে চান তিনি কেমন আছেন৷ উত্তরে অর্পিতা জানান, “আমার শরীর ভাল নেই৷” বিচারক  বলেন, ‘‘ওঁদের (জেল কর্তৃপক্ষের) উপর দায়িত্ব। যদি আপনার কিছু হয় তাঁর দায়িত্ব ওদের (জেল কর্তৃপক্ষ )। আইন সেই দায়িত্ব জেলকে দিয়েছে। যত দ্রুত সম্ভব চিকিৎসা করান। আমি আজই অর্ডার করে দেব।’’

advertisement

আরও পড়ুন: ‘কখনও যাব না..মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব!’, বিধানসভায় দাঁড়িয়ে হঠাৎ কেন একথা ফিরহাদের মুখে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়েরও স্বাস্থ্যের খোঁজখবর নেন বিচারক৷ জিজ্ঞেস করেন, ‘‘আপনি ( পার্থ ) কেমন আছেন?’’ পার্থ জানান, ‘‘আমার শরীর খুব খারাপ, সিবিআই কোর্ট জানিয়েছি।’’ বিচারক এরপর বলেন, ‘‘পার্থ  চট্টোপাধ্যায় সঙ্গে জেল কর্তৃপক্ষ আছেন? ওঁর কিছু হেলথ ইস্যু আছে। ট্রিটমেন্ট জন্য অর্ডার হয়ে গিয়েছে। সেগুলো যাতে ঠিক করে হয় দেখবেন।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee | Partha Chatterjee: অসুস্থ অর্পিতা! এক্স-রে থেকে স্ক্যান...জেলের মধ্যে হঠাৎ কী হল? ভাল নেই পার্থও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল