TRENDING:

Arpita Mukherjee: 'বুঝেছিলাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু', মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক

Last Updated:

পেশায় গাড়ি চালক প্রণবের দাবি, অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটেই যে কোটি কোটি টাকা রয়েছে, তা কোনওদিন টের পাননি তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেহালার শীলপাড়ার বাসিন্দা৷ সেই সূত্রেই কাজের সন্ধানে স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন৷ কয়েকদিন পরে কাজের ব্যবস্থাও হয়েছিল বিধায়কের অফিস থেকেই৷ কিন্তু সেই কাজের সূত্রে যে এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হবে, তা ভাবতেও পারেননি বছর পয়ত্রিশের যুবক প্রণব ভট্টাচার্য৷
কাজ ঠিক করে দেওয়া হয়েছিল পার্থর অফিস থেকে৷ দাবি অর্পিতার গাড়ির চালক প্রণব ভট্টাচার্যের৷
কাজ ঠিক করে দেওয়া হয়েছিল পার্থর অফিস থেকে৷ দাবি অর্পিতার গাড়ির চালক প্রণব ভট্টাচার্যের৷
advertisement

এই প্রণব ভট্টাচার্যই অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি চালাতেন৷ প্রণবের দাবি অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের অফিস থেকেই তাঁকে অর্পিতার চালক হিসেবে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: যার জন্য নায়িকার চরিত্রে অভিনয়, তাঁকেই জীবন থেকে বাদ দিয়েছিলেন অর্পিতা!

সাত মাস অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ির চালক হিসেবে কাজ করে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে 'ম্যাডামের' পরিচয়ের কথা জানতেন প্রণব৷ কিন্তু প্রভাবশালী মন্ত্রী এবং অর্পিতা ম্যাডাম যে বিশেষ বন্ধু, কিছুদিন যাবৎ তা বুঝতে পেরেছিলেন বলে দাবি প্রণবের৷

advertisement

তাঁর কথায়, 'শেষ দিকে বুঝতে পেরেছিলাম ম্যাডাম আর উনি ভালো ফ্রেন্ড৷ একদিন রাতে ম্যাডাম ফেরার সময় আমাকে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে নিয়ে যেতে বললেন৷ ওখানে নেমে আমাকে গাড়ি নিয়ে ফিরে আসতে বলেন৷ আমি চলে আসি৷'

যদিও পেশায় গাড়ি চালক প্রণবের দাবি, অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটেই যে কোটি কোটি টাকা রয়েছে, তা কোনওদিন টের পাননি তিনি৷ ইডি তল্লাশির দিনই সংবাদমাধ্যমে জানতে পারেন যে টালিগঞ্জের ওই ফ্ল্যাটেই বাইশ কোটি টাকা রয়েছে! তল্লাশির সময়ই প্রণবের ফোনটিও নিয়ে নেন ইডি আধিকারিকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

অর্পিতার ফ্ল্যাটে থাকা বিলাসবহুল কয়েটি গাড়ির খোঁজ মিলছে না৷ প্রণবের দাবি, যে গাড়িগুলির কথা বলা হচ্ছে সেগুলি গ্যারেজে রাখাই থাকত৷ কিন্তু গত তিন মাস ধরে সেগুলি দেখতে পাননি তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: 'বুঝেছিলাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু', মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল