TRENDING:

Arpita Mukherjee Dinner|| রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা

Last Updated:

Arpita Mukherjee asked for dry fruits and coffee at mid night: গ্রেফতারির পর থেকে ঠিক মতো খাওয়াদাওয়া করছেন না। তবে সোমবার রাত তিনটে, ম্যারাথন জেরার শেষে ব্ল্যাক কফির আবদার জানান। ওই মাঝরাতে তখন কার্যত চমকে ওঠেন দুঁদে গোয়েন্দা কর্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে অর্পিতা মুখোপাধ্যায়ের চাহিদা! ডিনারের খাবার না খেয়ে চেয়ে বসলেন ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফি। জেরার সময়ে উত্তরের মাঝে এখন জবাব শুনে কার্যত চমকে ওঠেন ইডি কর্তারা। এখানেই শেষ নয়, সেই ব্ল্যাক কফি কেমন হবে, সেটাও বলে দেন তিনি।
advertisement

আরও পড়ুন: তড়িঘড়ি অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাট ছাড়লেন ইডির আধিকারিকরা, এ বারে কী মিলল?

আরও পড়ুন: খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, হাবড়ায় সর্বস্বান্ত একাধিক পরিবার

সোমবার অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হলে, তাঁকে ১০ দিনের ইডি হেফাজের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দফায় দফায় জেরা। সম্পত্তির উৎস খুঁজতে লাগাতার জেরা চলছে। ইডি সূত্রে খবর, ম্যারাথন জেরা শেষে ডিনারের সময় তাঁকে খাবার দেওয়া হলে, তা খেতে অস্বীকার করেন তিনি। তার বদলে কফি খাওয়ার আবদার করেন।

advertisement

আরও পড়ুন: অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে এ বার ইডি-র হানা! আরও টাকার পাহাড়? প্রহর গুনছে বাংলা

আরও পড়ুন: নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বিরাট বাগানবাড়ির হদিশ! কী চলত সেখানে? তদন্তে ইডি কর্তারা

আরও পড়ুন: অর্পিতা দিদিমণির মন খারাপ, পোষ‍্যের লাইন লেগেছিল বিধায়কের দফতরে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ইডি সূত্রে খবর, গ্রেফতারির পর থেকে ঠিক মতো খাওয়াদাওয়া করছেন না পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তবে, সোমবার ম্যারাথন জেরার শেষে ব্ল্যাক কফির আবদার জানান, সঙ্গে ড্রাই ফ্রুটসও চেয়েছিলেন। ওই মাঝরাতে এমন আবদার শুনে তখন কার্যত চমকে ওঠেন দুঁদে গোয়েন্দারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee Dinner|| রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল