‘অর্জুন এখনও বিজেপি-র সাংসদ’ ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে গতকাল, বুধবারের এই বক্তব্যকে হাতিয়ার করেই এবার কৌশলী বিজেপি। অর্জুন সিংকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করাতে নারাজ পদ্ম শিবির। লোকসভা ভোটে দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী তালিকায় ব্যারাকপুর কেন্দ্র থেকে নাম থাকার সম্ভাবনা অর্জুন সিংয়ের। আজ, বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি দীর্ঘ বৈঠকের পরই অর্জুনের বিজেপিতে ‘অফিশিয়াল’ যোগদান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌস্তভ বাগচী এবং সৌমেন রায়ের মতো আলাদা করে অর্জুন সিংকে নিয়ে কোনও যোগদান অনুষ্ঠান করছে না বিজেপি।
advertisement
আরও পড়ুন- ‘বিজেপির সঙ্গে কি করেছেন সব তথ্য আছে, ফাঁস করে দেব…’ বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
সরাসরি প্রার্থী তালিকাতেই চমক দিতে চায় গেরুয়া শিবির। অর্জুন সিং-কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন, ‘‘অর্জুন সিং তো এখনও বিজেপিরই এমপি।’’ এবার ব্যারাকপুরে তাহলে তৃণমূলের পার্থ ভৌমিক বনাম বিজেপির অর্জুন সিংয়ের লড়াই? প্রশ্ন নানা মহলে। অর্জুন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন, ‘‘উনি কিন্তু বিজেপির এমপি সিট ছাড়েননি। উনি এখনও বিজেপির এমপিই আছে। বিজেপির টিকিটেই ইলেকটেড আছে। সুতরাং এটা ওঁর স্বাধীনতা। উনি কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে। আমরা পলিটিক্যালি লড়াই করব।’’
অর্জুন সিং। অনেকেই বলেন, ব্যারাকপুরের বাহুবলী নেতা। উনিশের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে ব্যারাকপুরে জেতেনও। একুশের বিধানসভা ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ হওয়ার পর পদ্ম ছেড়ে আবার জোড়াফুল শিবিরে ফেরেন অর্জুন সিং। তাঁর আশা ছিল, এবার তাঁকে বারাকপুর থেকে প্রার্থী করবে তৃণমূল। কিন্তু, তা হয়নি। তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন। তিনি আবার পদ্ম পথে। গত কয়েকদিনে বারবার বুঝিয়ে দিয়েছেন, পদ্ম প্রার্থী হয়েই ব্যারাকপুর থেকে লড়বেন। অর্জুনের কথায়, ‘‘বারাকপুরকে দু’জন চেনে। একটা তড়িৎবাবু (তড়িৎ তোপদার ) তারপরে আমি। ব্যারাকপুরের বাইরে আমি কিছু ভাবি না। এমপি হিসেবে বলছি। পার্থ ভৌমিকের বিপক্ষেই দাঁড়াচ্ছি, এটা টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত।’’
আরও পড়ুন– আজ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস
কিন্তু অর্জুন সিংকে কেন দলে যোগদান করানোর ক্ষেত্রে কৌশলী বিজেপি? এই প্রশ্নে রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, ‘‘ইতিমধ্যেই অর্জুনকে বিজেপিতে না নেওয়ার দাবি জানিয়ে পোস্টার পড়েছে। বিজেপির একাংশ অর্জুনকে দলে না নেওয়ার পক্ষেই রায় দিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে ঘটা করে যদি অর্জুন সিংয়ের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে নানান প্রশ্নের মুখে পড়তে হতে পারে বিজেপি নেতৃত্বকে। সেই কারণেই অর্জুনে কৌশলী গেরুয়া শিবির।’’