আগামী ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সময় তাঁকে সিআইডির দফতর ভবানী ভবনে হাজিরা দিতে হবে। ওই বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ভাটপাড়া পুরসভার দুর্নীতির মামলায় অর্জুনকে তলব করে সিআইডি। আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে!’ এবার ‘নাম’ বলে দিলেন সঞ্জয়! আরজি কর বিচারপর্বের শুরুতেই ‘বিস্ফোরণ’
advertisement
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। ওই দুর্নীতির মামলাতেই তাঁকে তলব করা হয়েছে। দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।
বিজেপি নেতা অর্জুন সিং তলব পাওয়ার পরেই সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন। হেনস্থার উদ্দেশ্যে মিথ্যে মামলায় নোটিস সিআইডি’র, দাবি করেন অর্জুন। সিআইডি নোটিস খারিজ এবং নিজের জন্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুন। সেইদিনই মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
অর্ণব হাজরা