সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং। তবে তাৎপর্যপূর্ণভাবে বলা যায়, ওই বনভোজনের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূলের বীজপুর বিধানসভার বহু পুরনো দুর্দিনের সৈনিককে।
আরও পড়ুন: মালদহ টাউন ট্রেনের কামরায় বস্তা ভর্তি এগুলো কী! খুলতেই চমকে উঠল আরপিএফ
সাংসদ বলেন, ”আমি ৩৬৫ দিন মানুষের মাঝে থাকি। নতুন করে জনসংযোগ তৈরি করতে হয় না। দলের পুরনো সৈনিকরা আবার রাস্তায় নেমেছে এটা দেখে ভালো লাগছে।”
advertisement
আরও পড়ুন: ভয় নেই এ মেয়ের, কিন্তু জয়! ব্রিগেড হল, ব্যালট লাল হবে তো ‘ক্যাপ্টেন’?
অন্যদিকে, শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন একটি চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী হতে পারেন দীনেশ ত্রিবেদী। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, ”দশ বছর ওঁকে জেতানো হয়েছে, একবার ওঁকে হারানো হয়েছে। ওঁকে আমরা স্বাগত জানাই। উনি ভোটে দাঁড়ালে আবার হারবেন। ভোট আসলেই উনি আসেন আর ভোট চলে গেলে উনি আবার চলে যান।”