TRENDING:

Arabul Islam Tmc: গণনাকেন্দ্রের মধ্যেই মৃত্যু হাতে নিয়ে রাতভর আরাবুল, ভোরে উদ্ধার! ভাঙড় যেন যুদ্ধক্ষেত্র

Last Updated:

Arabul Islam Tmc: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বার বার অশান্ত হয়েছে ভাঙড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: ভোট গণনার রাতেই রণক্ষেত্র ভাঙড়। মারাত্মক অবস্থা রাতভর। ভাঙড়ে ভোট গণনার দিন ভয়াবহ অবস্থা। প্রবল বোমাবাজি। ভোট কেন্দ্রেই রাতভর আটকে রইলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও তাঁর দেহরক্ষীও। অবশেষে ভোরে আরাবুল ইসলাম সহ তৃণমূলের সব প্রার্থীদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায় গণনাকেন্দ্র থেকে। বিডিও সহ বিডিও অফিসের সব কর্মীদেরও পুলিশ উদ্ধার করে। সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে বাকি পুলিশ কর্মীদেরও রেসকিউ করে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক আইএসএফ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পরে তাঁর মৃত্যু হয়।
আরাবুল ইসলাম
আরাবুল ইসলাম
advertisement

একটা সময় মনে হচ্ছিল, এই আতঙ্কের রাত কখন কাটবে কেউ জানে না। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছিল না বোমাবাজি। আর্তনাদ শোনা যাচ্ছিল। প্রাণ ভয়ে যারা লুকিয়ে পড়েছেন, কেউ বাইরে আসতে পারছেন না। বড় সড় ঘটনা ঘটে যায় ভাঙড়ে। ভোটের গণনায় এমন পরিস্থিতি হবে কেউ ভাবেনি। যদিও পাখির নজর ছিলই ভাঙড়ে!

advertisement

আরও পড়ুন: ‘আবারও প্রমাণ হল…’, রাত বাড়তেই মুখ খুললেন মমতা! পঞ্চায়েতে সবুজ ঝড়

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বার বার অশান্ত হয়েছে ভাঙড়। গণনার রাতেও কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। ব্যাপক বোমাবাজির অভিযোগ ভাঙড়ে। অভিযোগ, ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজি শুরু করেছে একদল দুষ্কৃতী। মুড়ি মুড়কির মতো বোমা ফাটে বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: ‘নাউ ভোট ফর মমতা…’ ভোটের ফলাফল নিয়ে মুখ খুললেন অভিষেক! বিরোধীদের দিলেন সপাটে উত্তর

পরিস্থিতি এমন হয় যে, গণনাকেন্দ্রের ভিতরেই আটকে পড়েন আরাবুল ইসলাম। মঙ্গলবার রাত বাড়তেই নতুন করে উত্তপ্ত হয় ভাঙড়ের বেশ কিছু এলাকা। শুধু কাঠালিয়াতেই নয়, শানপুকুরের চণ্ডীহাট গ্রাম ও চালতাবেড়িয়া এলাকাতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। অভিযোগের তীর আইএসএফের দিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

—কল্যাণ মণ্ডল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arabul Islam Tmc: গণনাকেন্দ্রের মধ্যেই মৃত্যু হাতে নিয়ে রাতভর আরাবুল, ভোরে উদ্ধার! ভাঙড় যেন যুদ্ধক্ষেত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল