কাঠগড়ায় তাই অ্যাপোলো। চিকিৎসায় গাফিলতি ও তথ্য গোপনের অভিযোগও উঠেছে অ্যাপোলো গ্লেনেগলসের বিরুদ্ধে । ডিসচার্জ করার দিনেই মৃত্যু হয় বর্ধমানের বাসিন্দা রত্না ঘোষের। চিকিৎসা গাফিলতিতেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। দেওয়া হয়নি মেডিক্যাল রিপোর্টও। অভিযোগ অবশ্য খারিজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সঞ্জয় রায়ের পর রত্না ঘোষ। ফের কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতাল। বাড়তি বিল, ফিক্সড ডিপোজিট জমা রেখে রোগী ছাড়ার অভিযোগ তো ছিলই। এবার অ্যাপোলোর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং তথ্য গোপনের অভিযোগ উঠল। শনিবারই বাড়ি ফেরার কথা ছিল রত্না ঘোষের। বদলে এল তাঁর মৃত্যুর খবর। অভিযোগ হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু। দেওয়া হয়নি মেডিক্যাল রিপোর্ট। দেখা মেলেনি ডাক্তারের। ১৪ দিনে বিল পৌঁছে যায় ছ’লক্ষ টাকায়। অভিযোগ রত্না ঘোষের পরিবারের। শ্বাসকষ্ট নিয়ে অ্যাপোলোয় ভরতি হন রত্না ঘোষ। ভালভ বদলানো হয় রত্না ঘোষের। তবু শ্বাসকষ্ট বাড়ে। হাসপাতাল জানায়, বুকে সংক্রমণ হয়েছে। আছে প্যাচও। পেসমেকার বসাতে হবে। সেইমতো বসানও হয় পেসমেকার।
advertisement
রোগী ভালো আছে। বার বার আশ্বাস দেন ডাক্তাররা। শনিবার দিন ছেড়ে দেওয়া কথাও বলেন চিকিৎসকরা। তাহলে কী এমন হল যাতে শনিবার ভোরেই মৃত্যু হল রোগীর ? প্রশ্ন পরিবারের। হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সতর্ক করেছিলেন অ্যাপোলোকে। তবু শিক্ষা কি হল অ্যাপোলোর ? গত দুদিনের ঘটনা কিন্তু তা বলছে না।