আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ লিখেছেন, '২০২১ সালের বিধানসভা নির্বাচনে, যখন সিপিএম কংগ্রেস একটি আসনও পায়নি, তখন উভয়দলই তাদের বক্তব্য দিয়েছিল যে, আইএসএফ একটি সাম্প্রদায়িক দল, যার কারণে আমরা হাত মিলিয়ে হেরেছি। আজ তারা বলছে নওশাদ সিদ্দিকির কারণে প্রভাব পড়েছে সাগরদিঘি বিধানসভা নির্বাচনে। আজ সারা ভারতে একজনই নেতা আমাদের দিদি মমতা ব্যানার্জি। রাজনীতি জানেন। তিনি একাই যথেষ্ট। আমরা সবাই তার নামে নির্বাচন জিতেছি। সাগরদিঘিতে দলেরই মীরজাফর একাই সাইট গোল করেছে? দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে আমাদের লাল কার্ড দেখতে হয়েছে এবং মাঠের বাইরে আছে এবং কিছু বড় নেতা এখনও তাঁরা যে বক্তব্য দিচ্ছেন, তাতে দলের অনেক ক্ষতি হচ্ছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কথা, তার আদর্শ অনুসরণ করুন, তাঁর পদ্ধতি অনুসরণ করুন। দল অনেক দূর এগিয়ে যাবে।"
advertisement
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
যদিও গোটা পোস্টটাই ব্যক্তিগত মত হিসাবে উল্লেখ করেছেন তিনি। তবে সাংসদের এই বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তার দল।