করুণাময়ীর যে জায়গায় গত তিন দিন ধরে চলছিল আন্দোলন, সকালে সব শুনশান৷ ইতিউতি পড়ে আছে কিছু পোস্টার৷ বসার খবরের কাগজ৷ রাত যত বাড়ছিল, করুণাময়ীতে ততই বাড়ছিল উত্তেজনা। শেষমেশ রাস্তা খালি করতে মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তারা। তিনটি বাসে ঠাসাঠাসি করে ঢুকিয়ে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়।
advertisement
ভোর সাড়ে চারটের সময় নিউটাউন থানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত একটি গাড়ি ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে যায়। তখনও পর্য়ন্ত ৫০ জন মতো চাকরিপ্রার্থী নিউটাউন থানার ভিতরেই ছিলেন। তাঁদের ছেড়ে দিতে চাইলেও রাতে তাঁরা যেতে চাননি বলেই পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: বাসের নীচে শুয়ে আত্মহত্যার চেষ্টা আন্দোলনকারীদের, মধ্যরাতে করুণ দৃশ্য করুণাময়ীতে
এদিকে, করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল বাম এবং বিজেপি নেতৃত্ব৷ বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে৷ এদিন দুপুর একটায় বিজেপির রাজ্য অফিস থেকে মিছিল করবে বিজেপি যুব মোর্চা। আন্দোলনকারীদের তুলে দেওয়ার ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ''পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক রূপ।''